মানুষ হয়ে মানুষ খোঁজো

 
আমার মৃত্যুশয্যার পাশেও তোমায়
আনব না ডেকে কোনও দিনই।
তুমি বেঁচে থাকো আরও হাজারবছর,
সে প্রার্থনায় রাখব তোমায়।


শুনে ভয় পেয়েছ?
বুকের ভেতর মোচড় দিয়ে কষ্ট হচ্ছে?
গুমরে গুমরে কান্না পাচ্ছে?
আহা, এত সৌভাগ্য নিয়ে বেঁচে আছি আজও!


ভয় পেয়ো না! তোমাকে মন ভরে ভালো না বেসে,
দিনরাত্রি না জ্বালিয়ে এত সহজেই চলে যাব না।


তোমাকে ভালোবাসা শেষ হয়ে যায় যদি কখনও,
সেদিন তোমাকে অনেক কষ্ট দিয়েই মরে যাব ঠিক!


তবু, যদি কোনও ব্যাধির প্রকোপে
বাধ্য হয়েই চলে যেতে হয়,
এ পৃথিবীতে তোমার আয়ু ফুরিয়ে গেলে,
বিনাকুণ্ঠায় চলে এসো আমার কাছে।


তোমার ভালোবাসা থেকে বেছে নিই রোজ,
যা-কিছু আমার দরকারে লাগে।


তোমাকে ঘিরে আমার যত স্বপ্ন আছে,
ওদের আদর করে…কখনও জলের ধারে,
কখনওবা নিষ্ফলা মাঠে, রুক্ষ জমিতে
খুব যত্নে বুনে রাখি।


এই মহামারিতে মরে যাইও যদি,
তোমার কাঁধে, তোমার বুকে, তোমার হাতে
অন্তত আমার স্পর্শটুকু রেখে দিয়ো শুধু…
ক্ষুদ্র একটি শস্যদানার মতো করে!


সুযোগ পেলে আমার কবরে যেয়ো,
বুনে রেখে দিয়ো শস্যবীজের কয়েক দানা।


নতুন আর এক দুঃসময় কাঁদাবে পৃথিবী,
ধেয়ে আসছে সে সংকটক্ষণ---শস্যদানার তীব্র অভাব!
ক্ষুধায়, খরায় মরবে মানুষ…দুর্ভিক্ষে পুড়বে মাটি!


আমায় ভালোবাসো যদি,
এখুনিই তুমি মানুষ হয়ে মানুষ খোঁজো, হও মানবিক!


জলের উৎস খুঁজে কয়েক দানা বীজ রোপে দাও,
ওদের যত্নে রেখো, যেমনি আমায় যত্নে রাখো।
Content Protection by DMCA.com