সত্যি যদি ভালোবাস,
তবে কাছে এসো না।
ভাবছ আমায় কাছের মানুষ?
তবে দূরেই থাকো।
এখন ভীষণ উল্টোসময়,
ভালোবাসলে দূরে থাকাই
নতুন নিয়ম! প্রেমের বাগান
আপাতত খালিই থাকুক!
যদি বন্ধু ভাবো,
দূরে ঠেলে দাও…
তার চাইতেও অনেক দূরে,
যতটা দূরে শত্রু ঠেলে।
কাছে আসার গল্পটাকে
বিস্মৃতিতে জমিয়ে রাখো যত্ন করে।
আলিঙ্গনে বেঁধো না, প্রিয়,
সামনে থেকেও দূরেই রেখো।
যদি হাত বাড়াতে ইচ্ছে করে,
বাড়িয়ো না হাত, বাড়িয়ো হৃদয়।
আমার বাসায় প্রতিদিনই
তোমার দাওয়াত, যদি না আসো!
আমায় যদি মিস কর খুব,
দেখতে খুবই ইচ্ছে করে, তবে
স্বপ্নে দেখো চোখের কোণে,
আর মুঠোফোনে হ্যালোটা বোলো!
বেঁচে থাকলে দেখা তো হবেই!
এখন নাহয় ঘরেই থেকো!
তোমার যত ‘কিন্তু’ ‘যদি’,
বুকপকেটেই হাপিস কোরো!
বাসায় বসে সিনেমা দেখো,
বাবাকে একটু সময় দিয়ো…
আমিও এখন গান শুনছি,
বই পড়ছি, লিখছিও খুব!
একটা কথা, রাগ কোরো না!
মায়ের কাছে বেগুনভাজি,
মুগের ডালটা, আলুভর্তা…
শিখে নেবে একটুখানি?
কথা দিচ্ছি, এই দেড়সপ্তায়
ভুঁড়ি কমাব গুনে গুনে
আড়াই কেজি, একশর্তে,
যদি তুমি রান্না শিখো!
তোমায় নিয়ে কবিতা লিখে
বিকেল হলেই উড়িয়ে দেবো!
তুমি তখন আকাশ দেখে
মুঠোয় ভরে প্রেমটা নিয়ো!
যদি আমায় মনে পড়ে,
হাতে নিয়ো স্যানিটাইজার,
যদি কান্না পায় আমায় ভেবে,
কবজি রেখো লিকুইড সোপে!
যেদিন সারবে অসুখ এই পৃথিবীর,
সেদিন অনেক গল্প হবে!
এই কটা দিন ঘরেই থেকো,
করার মতো কয়েক ঝুড়ি গল্প রেখো!