এই যে মেয়ে, লজ্জাবতী!
নেবে একটা বাচ্চাহাতি?
যখন খুশি গায়ে পড়ে ভালোবাসবে,
নিজের করে কাছে আসবে!
হাতির একটা বাচ্চা…নেবে?
- ভালোবাসা? তার যে কোনও হয় না দিশা!
- তবে তাকে মায়ায় বেঁধো?
- মায়া? সে তো ভ্রমই কেবল!
- ও আচ্ছা! তবে যত্নে রেখো?
- যত্নে? আমি কি স্রষ্টা নাকি?
- তবে রেখো আদর দিয়ে?
- অত সস্তা সহজ?
তবে স্বস্তি-পাবার উপায়টা কী?
বাচ্চাহাতির খুঁটি বলো খুলবেটা কে!
সে থাকবে তোমার…এই অজুহাতে!
তোমার তখন ভাবনা কীসের?