যতি

 
দীর্ঘ যতি।
কথা বলছে।
কথাগুলি অর্থহীন।
হলে হোক।
কথা চলুক।
আবার যতি।


হারানো চোখ।
ছড়ানো চুল।
বিস্রস্ত শাল।
বিধ্বস্ত সে।


সে আমার সাথে থাকে ছায়ায়-ছায়ায়।
হায়! ফিরে তাকালেই ভয়ে পালায়!
কিছু দূরে যায়, অমনিই তাকায়!
হয়তো ভাবে, কে ডাকে? কেউ কি ডাকে?
Content Protection by DMCA.com