আপনার যে-বন্ধুটি আপনার সামনে ইনিয়ে-বিনিয়ে মসলা মিশিয়ে অন্য বন্ধুর অবর্তমানে তার বদনাম করে, ধরে নিন, সে আপনার অবর্তমানে অন্য বন্ধুদের সামনে আপনারও বদনাম করে। আপনার যে কাছের মানুষ, পরিচিত, আত্মীয় কিংবা বন্ধুবান্ধব অন্যের গুরুত্বপূর্ণ গোপন কথা আপনার কাছে বলে দিয়ে বলে, “এ কথা আর কাউকেই বোলো না, এটা একমাত্র তোমাকেই বলেছি।”, নিশ্চিত থাকুন, সে মানুষটি আপনার গুরুত্বপূর্ণ গোপন কথাও অন্যের কাছে বলে দিয়ে তাকেও বলবে, “এ কথা আর কাউকে বোলো না, এটা একমাত্র তোমাকেই বলেছি।” আপনার কাছে অন্যের গোপন কথা ফাঁস করে দেওয়া মানে, সে আপনাকে বিশ্বাস করে কিংবা ভালোবাসে, তা নয়, বরং এর মানে, মানুষটি অবিশ্বস্ত এবং ক্ষতিকর। এর মানে, সে গোপনীয়তা রক্ষা করতে পারে না এবং রক্ষা করার যোগ্যও না। তাকে বিশ্বাস করে কখনোই নিজের গোপন কথা বলবেন না। যে আপনার কাছে অন্যের গোপনীয়তা ফাঁস করে, সে অন্যের কাছেও আপনার গোপনীয়তা ফাঁস করে; কারণ এটা করাই তার বৈশিষ্ট্য ও স্বভাব। “আরে, তুই তো আমার জানের দোস্ত!” বলে বুকে জড়িয়ে ধরা মানেই যে বন্ধুত্ব, তা কিন্তু নয়, কেউ কেউ বুকে জড়িয়ে ধরে কেবলই পিঠে ছুরি মারতে সুবিধা হবার জন্য। কেউ আপনার কাছাকাছি থেকে সব খোঁজখবর নিচ্ছে মানে সে আপনার ভালো চায়, তা নয়; কেউ কেউ আপনার অবর্তমানে আড্ডায় কিংবা জমায়াতে যাতে জমিয়ে আপনার গীবত করতে পারে, তার রসদ খুঁজতেই অত খোঁজখবর নেয়। সবাই আপনার বন্ধু হয় না, কেউ কেউ আপনার স্রেফ পরিচিত মাত্র। চিনতে শিখুন, কে বন্ধু আর কে স্রেফ পরিচিত। আপনি যে-মানুষটিকে বেস্টফ্রেন্ড বলে মনে করেন, খোঁজ নিলে দেখবেন, সেই মানুষটিই অনেকের কাছে আপনার কুৎসা করে বেড়ায়, আপনার গোপন কথা গোপনে অন্যদের বলে বেড়ায়। গোপন কথা গোপন রাখতে নিজের মাঝে গোপনই রাখুন; আপনি ছাড়া দ্বিতীয় কারও কানে যাওয়া মানে, গোপন কথা তখন আর গোপন থাকে না, যে-কোনো সময়ই তা হয়ে যেতে পারে বাজারের সদাই।