ফিরবে কি তুমি?

 
আজ সময় যেন থমকে গেছে হায় সময়েরই কী উল্লাসে,
আমি নামেই মাত্র বেঁচে আছি, মরে গেছি ঠায় নিঃশ্বাসে!


আজকের এমন ক্ষণে, প্রস্তাব তাই রাখছি সবিনয়ে,
এবার আমি হেরে যেতে চাই এই রংমাখা অভিনয়ে।


ছুটে চলেছি তবু বহু বহুকাল, সামনে রেখেছি তো মরীচিকা,
বলো, ফিরবে কি তুমি, নিভাবে কি এসে অনলের এই শিখা?


ভালো নেই আমি, সুখে নেই আর, নেই গো আমি বেঁচে,
নিংড়ে আমায়, সুখে সাজিয়ে নেব, তোমার দুয়ার সেচে।


বলো, ফিরবে কি তুমি, আসবে কি আর পুরনো আমার কাছে?
কে দেবে তোমায় আমি যা দেবো, কারও কাছে কি তা আছে?
Content Protection by DMCA.com