মহামারি আসার পর থেকে যারা খুব বিচলিত,
ওদের কারও তোমার সাথে কখনও দেখা হয়নি।
তোমার মতো একটা ছন্নছাড়া প্রেমিক পেলে,
যে কারও আয়ুষ্কাল এমনিতেই কমে যাবে।
এরপরেও, অনেক সৌভাগ্য নিয়ে বেঁচে আছি।
অক্সিজেন শেষ হয়ে আসছে, জানি না কী করব।
...মরে পড়ে থাকব, আবার কী!
মাঝে মাঝে ভীষণ রাগে যখন দম যায় যায় অবস্থা,
তখন খুব ইচ্ছে হয়, খুউব ইচ্ছে হয়…
ভালোবাসাটা মুখের উপর ছুড়ে দিয়ে,
সাহস করে বলেই ফেলি দুম্ করে,
চললাম! লাগবে না তোর ভালোবাসা,
লাগবে না তোর অমনতর প্রেম!
আধপেটা খাইয়ে রেখে বলে কিনা ভালোবাসি!
ইচ্ছে হয়, বলেই ফেলি কিছু একটা সাহস করে!
কিন্তু পরক্ষণেই মনে পড়ে…
এই চাকরিটা চলে গেলে খাব কী!
উঠতে বসতে চাকরি ধরে গালাগালটা দিতে গেলেও
ছোট্ট করে একটা চাকরি যে লাগেই!