কেবলই এক চাহনি

 আমার যত অস্তিত্ব আর বোধের পাহাড়, ভেঙেছে তোমার চাহনিতেই!
তোমার প্রেম-আরকে ডুব দিয়ে সব রাত কেটেছে মাতাল হয়ে,
আর কিছু নয়, এক চাহনিতেই!
এই মণিবন্ধ ভেঙেছে কত কাঁচের চুড়ি---নীল সাদা লাল,
কেউ খোঁজ রাখেনি; ওই চাহনিতেই!
এ হৃদয় শুকিয়ে তো কাঠ! রিক্ত নিঃস্ব
হবার আগে আর্দ্র ছিল, ছিল স্বাভাবিক।
চাহনি তোমার আগুনই ছিল, বুঝিনি কখনো!
তুমি আমায় তোমার করে নিলে কেমন সারাজীবনের মতো
এক চাহনিতেই! জন্মের শোধ দিই মরণে ওই চাহনিতে!
যে প্রেম আমায় দাওনি কখনো,
হায়, সে বিরহেই পুড়ছি মিছেই!
Content Protection by DMCA.com