ভাবনার বনসাই: এক-শো আটাশি

১. কখনও কখনও, তোমার প্রিয় মানুষটাকেও
মন খারাপ করে থাকতে দিয়ো।
সে না চাইলে ক্রমাগত খুঁচিয়ো না।
প্রতিটি মানুষেরই মন খারাপ করে থাকার অধিকার আছে।




২. পাহাড়ের গায়ে ঠিক একই জায়গায়
প্রতিদিন বিকেলে গিয়ে বসি।
এবং অপেক্ষা করতে থাকি,
কখন আকাশটা আমার মনের মতো হয়ে উঠবে।




৩. চলো, পালাই।
আর যা-ই হোক না হোক,
বাঁচতে তো হবে!




৪. যে সম্পর্কে কোনও রহস্য নেই,
সে সম্পর্ক ভাঙতে সময় লাগে না।




৫. ঘুমিয়ে গেলে পরেই
আমরা একেক জন
একেকটা পৃথিবীর মানুষ।




৬. যদি আমায় বলো,
কেবল একটা জিনিসই বেছে নেওয়া যাবে,
তবে আমি শান্তি বেছে নেব।




৭. অবশেষে, ওরাই ভালো থাকে,
যারা প্রিয় কিছুকে ছেড়ে বাঁচতে জানে।




৮. যদি কাউকে এতটাই বিরক্ত করো যে,
সে তোমাকে ব্লক করে দিতে বাধ্য হয়,
তবে জেনে রেখো, তোমার কেবল ফোন‌ই আছে,
একটুও লজ্জা নেই।
অবশ্য, কিছু টাকা থাকলেই ফোন কেনা যায়।




৯. গান না শুনে বাঁচতে পারি না।
পৃথিবীর আর কিছুই যে
আমার অনুভূতির পরোয়া করে না!




১০. ভেবো না, আমি শুধুই নিজেকে ভালোবাসি।
আমি সত্যিই স্বার্থপর ন‌ই;
বস্তুত আমি একা।




১১. জীবনে এমন কিছু মুহূর্ত আসে,
যেগুলি প্রথম বার এলেও মনে হতে থাকে,
মুহূর্তটা আগেও এসেছিল।




১২. নিজেকে বেআক্কেল প্রমাণ করতে বেশি কিছু লাগে না,
নিজের প্রয়োজনে সম্পূর্ণ অপরিচিত কাউকে
পর পর তিন বা তার বেশি বার ফোন করলেই চলে।
অপরিচিত বলতে, যে তোমাকে চেনে না।




১৩. আমরা যাদের অনেকটা সময় দিই,
তাদের বেশিরভাগই আমাদের কোনও কাজে আসে না।
বিপদে না পড়লে এই সহজ কথাটি খুব কম লোকেই বোঝে।




১৪. : যদি জীবনটাকে নিজের মতো করে শুরু থেকে সাজাতে পারতে, তবে কী করতে চাইতে?
: আহা, যদি নিজে আরও একটু কম বলে অন্যকে বেশি বলার সুযোগ দিতে পারতাম!




১৫. একটু ভালো আচরণ করার চেষ্টা করো।
ন‌ইলে এই অনুরোধটুকু করার জন্যও আমি আর থাকব না।




১৬. তোমাকে ভাবতে ভালো লাগে।
এমনকী যখন ভাবি,
তুমি অন্যদের কাছে আমাকে নিয়ে বাজে কথা বলছ, তখন‌ও
... ভালো লাগে।




১৭. না, তুমি মিথ্যা বলছ না।
তবে তুমি সত্যটা ঠিক তেমন করেই বলছ,
যেমন করে বলতে তোমার ভালো লাগছে।




১৮. এসো, তবুও কাচ্চি বিরিয়ানি খাই।
নিঃসন্দেহে বিরিয়ানির স্বাদ বাড়তি আয়ুর চেয়ে ভালো।




১৯. কিছু মানুষ সবসময়ই রেগে থাকে।
ওদের ধারণা, কেউ ওদের বোঝে না।
অথচ ওরা বোঝার চেষ্টাই করে না,
নেহায়েত বাধ্য না হলে কেউই রাগী মানুষের কাছে ঘেঁষে না।
এ জগতে অন্যের রাগ সহ্য করার চাইতে করার মতো অনেক ভালো ভালো কাজ লোকের আছে।




২০. যারা অনেক ভালোবাসতে জানে,
তারা খুব চেষ্টা করেও ভালোবাসাটা ঠিকভাবে প্রকাশ করতে পারে না।
ভালোবাসা যার যত অল্প, প্রদর্শন তার তত বেশি।