১. ছেলেরা মিথ্যে করে হলেও যৌনতা চায়। মেয়েরা মিথ্যে করে হলেও ভালোবাসা চায়।
খালি হাতে ফেরে না ওদের কেউই।
২. লোকে ভাবে, আজ থাক, আরেক দিন। আরেক দিন আসে ঠিকই, তবে তা প্রায়ই আসে খারাপ জিনিসের বেলায়।
উদ্যাপন কখনও ফেলে রাখতে নেই।
৩. : আমি চাই, তুমি তোমার সেরাটা হয়ে ওঠো। : যদি এমন হয়, এখন যা আছি, তা-ই সেরাটা?
৪. যদি সত্যিই আমার উপকার করতে চাও, তবে আমায় একা রেখে দূরে চলে যাও।
৫. সব কিছু তোমার মনের মতো হবে, এই ভাবনাটা মন থেকে ঝেড়ে ফেলে দাও, যদি মনকে ভালো রাখতে চাও।
৬. যাদের ইগো বেশি, তাদের কাছে ভালোবাসার বদলে ভালো আচরণ আশা করে লাভ নেই।
৭. : তুমি কাঁদছ কেন? : আমার দিনগুলি এর চাইতে সুন্দর ছিল, তাই।
৮. কখনোই একটা মানুষকে পুরোপুরি জানতে চেয়ো না, যদি তাকে কাছে রাখতে চাও। মানুষ তার কাছ থেকেই সবার আগে পালাতে চায়, যে তার সব গোপন দরোজা খুলে ফেলার চেষ্টা করে।
৯. আমায় গ্রহণ করো। আমি তোমার মধ্যেই ভালো থাকি।
১০. এ পৃথিবীর সবচেয়ে জরুরি বিদ্যা হচ্ছে: কীভাবে নিজেই নিজেকে ভালো রাখতে হয়, তা জানা।
১১. আমরা কি সত্যিই কিছু জানি? আমরা কি নিজের মতো করে সব কিছুকে ভেবে নিই না?
১২. যা-কিছুই হয়ে যায় যাক, আমার মাথায় শুধু একটা জিনিসই কাজ করে: আমি কখনোই তোমাকে ছেড়ে কোথাও চলে যাব না।
১৩. মেয়েরা যা একবার অবিশ্বাস করে, তা বিশ্বাস করানোর চেষ্টা করা নিতান্তই সময়ের অপচয়।
১৪. আমায় ভালোবাসার আগে বোঝার চেষ্টা করো।
যে আমায় বোঝে না, কিন্তু ভালোবাসে, তার জীবনসঙ্গী হবার চেয়ে বরং আমি তার বন্ধু হতে চাই, যে আমায় বোঝে, যদিও ভালোবাসে না।
১৫. এসো, সব ভুলে, কোনও পিছুটান মাথায় না রেখে দু-জন মিলে দূরে কোথাও কিছু সময় কাটিয়ে আসি।
১৬. আমি জানি, একদিন তুমিও আমার প্রিয় স্মৃতি হয়ে যাবে।
১৭. ভালোবাসি-টাসি না বলে সরাসরি তোমার প্রয়োজনের কথাটা বলো, যাতে তোমাকে গ্রহণ করা কিংবা তাড়িয়ে দেওয়াটা আমার জন্য সহজ হয়। এতে আমাদের দু-জনেরই সময় বাঁচবে।
১৮. বেশিরভাগ মানুষই দাওয়াতে গেলে চোখের লজ্জা কিংবা চোখের ক্ষুধার কারণে বাড়তি খাবার খায়, পেটের ক্ষুধার কারণে নয়।
১৯. এই কষ্ট, এই উদ্বেগ, এই ভয় কীভাবে ভুলে যাব, যদি একদিন সুখের দিন আসেও?
২০. কে ভালো, কে খারাপ তা ভেবে আমি কাউকে অবিশ্বাস করি না। আমি সবাইকেই অবিশ্বাস করি, কেননা ইদানীং আমি ব্যস্ত ও ক্লান্ত।