ভাবনার বনসাই: এক-শো উন‌আশি

১. যখন কেউ ভালোবেসে বিরক্ত করে,
তার চাইতে বিরক্তিকর জিনিস আর নেই,
কেননা সে তখন অধিকার নিয়েই বিরক্ত করে।




২. তাকেই বলি প্রিয়,
যে আমায় ভালোবেসে অশান্তিতে নয়,
বরং ভালোবাসায় কিংবা ভালোবাসাহীনতায়
শান্তিতে রাখে।




৩. কিছু মানুষ আছে,
যারা বিছানায় ছাড়পোকা নেই বলে
ছাড়পোকা এনে বিছানায় ছেড়ে দেয়
কামড় খাওয়ার জন্য।




৪. পাবার নাম সমাপ্তি,
আর খোঁজার নাম জীবন।




৫. এখানে
দারিদ্র্য নয়,
দরিদ্ররাই নিষিদ্ধ।




৬. : তোমার এই জন্মতারিখটা ঠিক আছে তো?
: স্যার, আমি তো জীবনে কখনও লেখাপড়া করি নাই। ভুল জন্মতারিখ দিয়ে আমি কী করব?




৭. যে জলে স্রোত নেই,
সে জলের উৎসকে
ঝরনা বলা যায় কি?




৮. মা-হতে-চাওয়া প্রেমিকারা
আশায় আশায় বাঁচে...
নৈরাশ্যকে গন্তব্য না মেনে।




৯. কেউ বড়ো হতে বেয়াদবের মতো কথা বলে,
কেউবা বড়ো বলেই বেয়াদবের মতো কথা বলে না।




১০. প্রেমের প্রশ্রয়ে
লোকে খোঁজে
শরীরের আশ্রয়।




১১. কেউ সুখ কুড়ায়,
কেউবা দুঃখ জমায়।




১২. সেলফি চেয়ো না,
মনের কি আর সেলফি হয়, বলো?




১৩. আমি তোমায় যেভাবে দেখি,
তুমি আমায় দেখো না সেভাবে।
অথচ দেখতে পাই আমরা দু-জন‌ই!




১৪. সভ্যতা যত চেপে বসে হাওয়ায় হাওয়ায়,
গায়ে গায়ে তত অসভ্যতা চাপে।




১৫. পাথরের খাঁজে খাঁজে
আটকে-পড়া জলের কাছেই
এ জীবনের সমস্ত ঋণ।




১৬. শব্দরা যত পাখি হয়ে ওড়ে,
পাখিরা তত শব্দ হয়ে হাঁটে...
কাগজের গায়ে, মগজের ঘায়ে।




১৭. আমার নিজের বলতে
এক তুমি-টুকুই!




১৮. সূর্যের যা উত্তরাধিকার,
তা তো কেবল আলো নিভলেই!




১৯. চিড়িয়াখানার যে খাঁচাগুলি,
সেগুলির দরজা বন্ধ...
যাতে মানুষ ঢুকে
জাতে না ওঠে!




২০. নষ্ট হবার সুযোগটাই যার নেই,
সে নষ্ট চায় কি চায় না,
তা দিয়েই তার চরিত্র।