উপোস


থাকতে হবে না পালিয়ে,
এইবার তোর ছুটি।
এইমাত্রই উড়ে গেল,
ডানা-মেলা পাখি দুটি।


আমায় ফাঁকি দিস,
দিস ফাঁকি নিজেকেও।
চোখে আমার দিস ধুলো,
আর দিস নিজের চোখেও।


ভালোবেসে বেসে কাঙাল হয়েছি,
রেখেছি মুখ লুকিয়ে,
অনেক কেঁদেছি, আর পারি না,
চোখের জল গেছে শুকিয়ে।


যদি পারিস শেষবার তুই,
আমায় করিস ক্ষমা;
যতটা বেসেছি ভালো, এই নে,
দিয়ে গেলাম জমা!


শেষ একটি বার আয়,
আমার সামনে এসে বোস;
আত্মা জুড়াই তোকে দেখে,
ভাঙি জন্মের উপোস।


আয় একটু দেখেই যা,
কেমন আছি আমি!
তোর দেওয়া অবহেলারা সব,
তোর চেয়েও বেশি দামি!