১. মেঘ যেমনি সূর্য ঢাকে, জ্ঞান তেমনি বোধকে ঢাকে।
২. পরধর্মে পরমতে নেই যার সহনশীলতা, সে আজও পায়নি সত্যের এতটুকুও দেখা।
৩. যতটা থাকে মাছ নদীর কাছাকাছি, মানুষের তারও কাছে থাকেন ঈশ্বর।
৪. শেখাটা ভীষণ কঠিন বলেই শেখাতে চায় প্রায় মানুষই।
৫. সহানুভূতি তুমি ছড়াবে যত, রাজত্ব তোমার বাড়বে তত। সহানুভূতি তুমি চাইবে যত, বন্দিত্ব তোমার বাড়বে তত।
৬. চোখ খোলা রেখে দেখি যতটা, হৃদয় খোলা রেখে দেখি ততোধিক।
৭. যে যা খোঁজে, এক তার কাছেই তা দামি।
৮. সমুদ্রের দিকে তাকিয়ে যার দৃষ্টি যায় যতদূর, তার কাছে সমুদ্র ওটুকই! সত্যের বেলাতেও খাটে এ-কথা।
৯. উপচারে নয়, ভক্তি-শ্রদ্ধার প্রদর্শনেও নয়, হৃদয়ের আকুতিতেই পূজা হয়।
১০. বুঝতে চাইলে বোঝা যায়। বোঝাতে চাইলে বোঝা দায়।
১১. গভীর নয় যা, তাতেই যত কোলাহল।
১২. শীতের রাত্রি। এখনও দর্প ধরে রেখে কী হবে, প্রিয়!
১৩. সকল পাণ্ডিত্যের চাইতে বরং, কীভাবে বাঁচতে হয়, তা জানাটাই অধিক জরুরি।
১৪. যে জ্ঞান মানুষকে ছোটো ভাবতে শেখায়, তা আর যা-ই হোক, ধর্ম কিছুতেই নয়।
১৫. ঘুম আরামের, জাগরণ আনন্দের।
১৬. যে পূজায় ঈশ্বরের অস্তিত্ব টের পাওয়া যায় না, তা পূজা নয়, লোকাচার মাত্র।
১৭. আবেগের বদলে মন বদলায়, আর তাতে বদলায় দেহ।
১৮. সেখানে ভালোবাসা বলে কিছু নেই, যেখানে ভালোবাসার মানুষের কাছে অসুস্থতারও প্রমাণ দেবার একধরনের অদৃশ্য দায় থাকে।
১৯. দুই আত্মার মিলনে এক নৈঃশব্দ্যই শব্দ।
২০. যার যতটা ভাব, তার ততটা লাভ।