ভাবনার বনসাই: বিরাশি

১. মাটিতে মরা-গরু।
মাছিরা ওড়ে,
শকুনের মুখোশে।


২. ছোটো ফুল
তোমার হাতে তুলি
দর্শনে হাতেখড়ি।


৩. ব্রণ চলে যায়,
দাগ থেকে যায়;
নখের।


৪. চাঁদের বর্শা
আমার বাঁশির
ফুটোয় ফুটোয়।


৫. কী আর বলা যায় তাকে!


শীতের ঘায়ে
গায়ের জোরে
ফোটানো ফুল!


৬. ঢেউয়ের তোড়ে
নৌকো ছোটে।
কৃতিত্ব হয় মাঝির!


৭. তারাদের পেরিয়ে,
তারাকে পেরিয়ে...


৮. গ্রীষ্মের উষ্ণ হাওয়া...
কিছু হাওয়ার ছায়া
ঘাসের উপর ওড়ায়।


৯. পেঁচা এসে ডাকে,
আর আঁধার তাড়ায়...
ফাঁপা আলোতে।


১০. মধ্যশীতের বৈরাগ্যে---
আলো জ্বেলে মেয়েটা
পুতুল ধরে জড়িয়ে।


১১. মৃদু হাওয়া
ছুঁয়ে ছুঁয়ে...
হাওয়া মাতাল!


১২. বাইরে বৃষ্টি...
শীতল।
ঘরে বৃষ্টি...
উষ্ণ।


১৩. বজ্রপাতে
মেঝের কোনায় কোনায়
আলোরা পালটায়।


১৪. একেকটা আত্মহত্যা,
একেকটা আকাশের মৃত্যু।


১৫. নিখুঁত চাঁদের
প্রেমিকা কম,
প্রেমিক তো নেই-ই!


১৬. এক বন্ধু
বুঝে না বুঝে
আমাকে বকে।


অন্য বন্ধুটিও
না বুঝেই
আমাকে বকে।


১৭. বাসটা স্থির।
বাসের মধ্যে
আমরা তবু
ঘুরি, ফিরি।


১৮. দিনের আলোয়
যে শেয়াল ছোটে,
তার পিছু নেয় কাকেরা।


১৯. মথেরা
গর্ভবতী,
প্রজাপতিদের
কুমারিত্বে।


২০. ভ্রূণটা হঠাৎ
খেপতে খেপতে
পুবাকাশের কোণে
সূর্যে জ্বলে!
Content Protection by DMCA.com