১. পুরোটা জীবন আলোয় ভরল, তাই ছায়ায়ই মরল! ২. ভালোবাসার মানুষের কথা রাখতে গিয়ে ভালোবাসাই হারিয়ে ফেললাম! ৩. গোলাপের বাগান থেকেও, বাড়তি জলটা যেখানে নালাতেই যায়, সেখানে তোমার জীবনের বাড়তি যন্ত্রণাকে পুষে রাখছ কীসের আশায়? ৪. কেন তখন ঠোঁট খুললাম, যখন ভুলটা আমার ছিল? কেন তখন ঠোঁট খুললাম না, যখন ভুলটা শোধরাবার ছিল? ৫. আজও তো দেখি সেই স্বাধীনতাই খোঁজো! তাহলে বলো কেন বড়ো হয়ে গেছ!? ৬. সত্যিই যদি ঈশ্বরকে চিনতে, তবে সবাইকে ধরে ধরে অমন ঈশ্বর চেনাতে পারতে না। ৭. তোমাকে হারিয়ে ফেলেছি, এর চাইতে অনেক বড়ো কষ্ট--- তুমি যা চেয়েছিলে, তা দিতে পারিনি। ৮. পৃথিবী টিকে থাকুক। আমার পৃথিবী তো শেষ, আমি টিকে থেকে আর কী করব! ৯. প্রায়ই, বিচ্ছেদের ক্ষত জীবন সারায়। মাঝে মাঝে, জীবনের ক্ষত বিচ্ছেদ সারায়। ১০. তোমাকে ফোন করব না, চিঠিও লিখব না। তোমার হাসি, আমার কান্না, দীর্ঘ জীবন, পাপের প্রায়শ্চিত্ত। ১১. নিজের সুরে থেকে তোমাকে হারিয়ে, আজ আমিই কিনা তোমার সুরে বাঁচি! ১২. প্রেমে পড়তে বুদ্ধি লাগে না। প্রেমে পড়লে বুদ্ধি থাকে না। ১৩. আমার দু-চোখের উপর তোমার এত রাগ কেন? তোমার কাছ থেকে চোখ ফিরিয়ে রাখতেও তো চোখদুটো লাগে! ১৪. এমন নয়, তুমি অপেক্ষা করতে বলেছ। এমন নয়, তুমি কোনও প্রতিশ্রুতি দিয়েছ। তবু আমি অপেক্ষায় না থেকে বাঁচতে পারছি না। ১৫. কত দিন হয়ে গেল, দুঃখ পেয়ে আর কাঁদি না! কত দিন হয়ে গেল, তোমাকে আর জেতাই না! ১৬. আজকের দিনটাই কালকের দিনের পূর্বাভাস! তা-ই নাকি? তাহলে আজ আমার এমন হলো কেন? ১৭. শুরু কখনও শেষ বলে দিতে পারে না। শেষই শুরু বলে দেয়! ১৮. সব গল্প মুখে থাকে না, এমনকী চোখেও থাকে না। কিছু গল্প কেবলই যন্ত্রণায় থাকে। ১৯. আমি বলছি না, আমার সন্তানের দোষ নেই। আমি শুধু বলছি, আমার সন্তানের দোষ বাদ রেখেও তোমার সন্তানের গল্প করা যায়। ২০. অত হিসেব মাথায় নেই, হৃদয়ে কোনও আকাঙ্ক্ষাও রাখি না, শুধুই ভালোবাসা রাখি।