১. নদীর পাড়ে গাছের গুঁড়িতে বালুকণার সজ্জা জীবনের চেয়েও স্পষ্ট! ২. দীর্ঘপথে একাকী রাতে আমার সঙ্গে জোনাকিরা। ৩. ঠান্ডায় জমে-যাওয়া এই দু-হাতের নিচে তোমার বুকের ওম। ৪. নীরবতা--- দু-জনের বন্ধন। ৫. আমার সঙ্গে কিছু নুড়ি, কিছু ভাঙা-ডাল--- নদীর গর্ভ হতে। ৬. মিহি কুয়াশা ভেদ করে গোধূলিতে সূর্যকণা দেয় উঁকি। ৭. বৃষ্টির ফোঁটা পাতার উপরে হোঁচট খেয়ে পড়ে হিরের ছদ্মবেশে। ৮. সূর্যোদয় অবধি ভোররাত্রির গায়ে গায়ে এক-বক্তার নীরব বৈঠক। ৯. চাঁদনি রাতে... বালির গায়ে কার যেন পদচিহ্ন! ১০. নির্বাচনের দিনে... ভোটাররাই পরাজিত! ১১. সাশ্রয়ী মূল্যে, যুবক...নিজের বাবার জুতো কেনে। ১২. মায়ের শেষ নিঃশ্বাস... কুকুরটা আমাদের ছেড়ে গেল একাকী। ১৩. তার মৃত্যুর পর পোষা কুকুরটা নিজের কবর খোঁজে। ১৪. মায়ের হাতে ফুল, মায়ের মুখে শৈশব, আমার চোখে খুশি। ১৫. তার মৃত্যুর রাতে... তার প্রতিটি স্বপ্নের কোলে একটা করে তারা নেভে। ১৬. পাশাপাশি ধানখেত, মাঝখানে পথ, পথের শেষে সূর্যাস্ত। ১৭. খোলা জানালা হতে কাগজের গায়ে গায়ে পঙ্ক্তিরা এসে জোটে। ১৮. আবার বসন্ত! ঠোঁটের গুনগুনে অশ্রুর নিপুণ বুনট। ১৯. যেখানেই তুমি, সেখানেই ঘর। ২০. রূপোপজীবিনীর হাতের চায়েও কখনও কখনও প্রেম থাকে।