ভাবনার বনসাই: আটানব্বই

১. তোমাদের রাত---প্রেমের বাসর।
আমার রাত---শ্রমের আসর।
তোমাদের বিরহ,
আমার মিলন।


২. টাকা আছে, খরচ করে না।
আয়ু আছে, বেঁচে দেখে না।


৩. বিশ্বস্ত প্রজাপতি এসে
এই আত্মার রঙে বসে বলে,
চলো, উড়ি!


৪. এসো, দু-জন মিলে
পিঁপড়ে ও মৌমাছির চেয়েও
বেশিদূর এগোই।


৫. গল্প ফুরোলেও
আমি তো আছি!
ভরসা রেখো।


৬. পাপীর শাস্তি ওরা চায় না।
ওরা কেবল তার শাস্তিই চায়,
যাকে ওরা পছন্দ করে না।


৭. তার পায়ে নূপুর ছিল না।
পেছন থেকে কেমন নিঃশব্দে
ছুরি চালিয়ে চলে গেল!


৮. সন্দেহ ও দ্বিধার এ পৃথিবীতে
কেউই একা নয়,
যদিও সবাই একাকিত্বে বাঁচে।


৯. বিস্মৃতির মুখের দিকে তাকাই।
অমনিই স্মৃতি এসে গলা টিপে ধরে।


১০. যারা কষ্টে থাকে,
ওরা খুঁজে খুঁজে
কেবল কষ্টই নেয়।


১১. রাষ্ট্র চালায় যারা,
তাদের আবার পাপ কীসের!?


১২. অকারণ প্রত্যাশা,
সকারণ মূর্খতা।


১৩. সম্পর্কের বিষাক্ততায়
আত্মার ক্রমশ মৃত্যু।


১৪. শান্তিতে বিশ্রাম নাও...
এই প্রার্থনা করছ কিনা তারই জন্য,
যাকে শান্তিতে বাঁচতেই দিলে না!?


১৫. তোমার স্তনে
চাঁদের আলোর
ভেজা প্রতিবিম্ব।


১৬. তোমার ক্রোধের উত্তাপ
আমার সমস্ত অশ্রু
মুহূর্তেই নেয় শুষে।


১৭. অবশেষে,
মনটাকে সেখানেই পেলাম খুঁজে,
হারাইনি যেখানে।


১৮. আয়নার সামনে গিয়ে দাঁড়াও।
চিৎকার করে বলো, তুমি যা চাও।
দেখো, চোখের সামনে নিজের চাওয়ার
তীব্রতা দেখতে কেমন লাগে!


১৯. অকর্মাদের চেঁচাতে দাও।
করতে যেহেতু পারে না,
ওরা তবে করবেটা আর কী!


২০. সত্যের পায়ের কাছে,
মহাত্মাদের পায়ের কাছে
যাবার...কিছু শর্টকাট শিখে রেখো।
Content Protection by DMCA.com