ওই যে নূতন আলোকের ধারা ধরায় নেমে আসে, তিমির বিদারী ভুবনভরে প্রেম-বিকিরণ হাসে।
যুগসঞ্চিত তমসার কালো, নবীন জ্যোতির পাথরে মিলাল; সৎ-চিৎ আলো নামল ভূতলে নূতন সৃষ্টি-আশে।
সে আলো উথলে জাগছে মর্ত্যে স্বর্গের সুধারাশি, মরণের বুকে অমৃতজীবন আজ উঠছে প্রকাশি।
বেজে উঠেছে আনন্দগান, স্বর্গতৃষার আগমনী তান; রূপান্তরিত হবে এ ধরণী—নূতনের মহাময়ূখ-ভাষে।