ঈশ্বরের বিরুদ্ধাচরণ

১।
মোরা অশুভের শক্তি,
নিত্য মোদের অন্যায়ে অনুরক্তি।
হিংসা-বিদ্বেষ মোদের প্রকৃতি,
ধর্ম মোদের অন্যের ক্ষতি;
মোরা মানি না শ্রদ্ধা, মানি না বিনয়-ভক্তি।
মোরা মানুষেরে চালাই সদা বিপথে,
করি কাজ সবই—ক্ষুদ্র স্বার্থ হতে,
অশান্তির প্রতি মানুষের প্রাণে জাগাই আসক্তি।




২।
ঈশ্বরদ্রোহী আমি পাপাচারী, আমি মদমত্ত,
দলি আমি দুর্বলেরে, থাকি অনাচারে আসক্ত।
অসুর আমি, রাখি সবারে শাসনে,
আমি ত্রস্ত করি দেবতা---নিপীড়নে;
আমি দুষ্কৃতকারী, সদাই অন্যায়ে অনুরক্ত।




৩।
রক্তলোলুপ রাক্ষস আমি...রাক্ষস,
প্রবল দাপটে সকলেই আমার বশ।
প্রমত্ত আমি, ভীষণ লোভী,
অত্যাচারী নির্দয় ক্ষোভী;
পিপাসা মেটাতে পান করি আমি সবার প্রাণরস।




৪।
আমি যে পিশাচ, মহাকদর্য পাপেতে আমার জন্ম,
কামনানলে প্রমত্ত আমি, করি অশ্লীল কাজকর্ম।
দলিত-গলিত দ্রব্যে আমার তৃপ্তি,
আয়ুর সাথে বাড়াই পাপের বৃত্তি;
রোগে-শোকে-দুঃখে আমি গড়েছি আমার ধর্ম।
নরক আমার প্রমোদভূমি, নরকেরে ভালোবাসি,
অন্যায় আর অবিচারে আমি সত্যরে করি বাসি।
কলুষে-গরলে পূর্ণ আমার কদর্য কালের মর্ম;
যেখানে যত যা নর্দমা আছে—পূতিগন্ধময়,
থাকলে সেখানে এ প্রাণে মোর বড়ো আনন্দ হয়।