বেহায়া

তোমার জানলার ওপাশটায়
সাদা সাদা যে বুনোফুল,
ওদের তুমি আমার নামে ডেকো।




হাওয়ায় যখন দুলবে ওরা,
চুপি চুপি বলবে কথা
বাতাসের কানে কানে,
তখন।
মনে থাকবে?




বৃষ্টি এলে আমি হব কৃষ্ণচূড়া, আর তোমার বাহু ডাল,
ভিজব দু-জন চুম্বনরত—তোমার ওষ্ঠ, আমার গাল। 




তুমি হবে পুবের আকাশ, আমি আকাশভরা মেঘের দেশে চন্দ্রালোকের মায়া,
এ হৃদয় মানবে নাকো কোনো মানা—তোমার জন্য একটু নাহয় হব‌ই বেহায়া।
Content Protection by DMCA.com