ব্যথা

যত ভাবি, সব বাসনারে হায় পোড়াব দুঃখের দহনে,
জ্বলে ওঠে ওরা চোখের জলে...বুকের শূন্য গহনে।




যত চাই তারে করতে আপন, তত যায়‌ সে সরে দূরেতে,
একা গুনি যত বিরহের রাত একেলা বাঁচার এ ঘরেতে।




বাজে নাতো এই হৃদের যা ব্যথা দেবতার মহামন্দিরে,
বিরহ ভোলায়ে সে আসে নাতো কাছে, ডাকে নাতো আর সন্ধিরে।




আপনারে তাই আপনি ভুলি গাই দহনের গান,
এমনি করেই ফেরালে আমায় শূন্য করে প্রাণ।




এমনই যদি রবে দূরে তবে 
কেন বাঁধলে স্মৃতির বাসা?
তোমার বিরহে একা কেঁদে মরে
আজ অসহায় ভালোবাসা।