জীবনে কী আছে? কিছু যদি আর কিছু কিন্তু, কিছু হয়তোবা, কিছু সম্ভবত, কিছু সামনে যাওয়া, কিছু পেছনে ফেরা, কিছু অগ্রগতি, কিছু সীমাবদ্ধতা। এর বাইরেও আছে কিছু নিয়ম, কিছু নিয়মহীনতাও। বাঁচতে গেলে দুই-ই লাগে। তাই যদি কখনও এমন দেখো, হেরে যাচ্ছ কিংবা হারিয়ে ফেলছ যা পেয়েছ, পায়ের গতি ধীর কিংবা জড়ানো, চোখের সামনে শুধুই অন্ধকার... ভেবো না তবুও। আজ যে বাঁচে সবার উপেক্ষায়, কে বলতে পারে... হয়তোবা কালই সে র'বে সবার আকাঙ্ক্ষায়!