অল্প খরচে

প্রিয়,
আমার এ জীবনে,
তুমি ছিলে
সেই অন্ধ লোকটির মতন,
যে আমার ঘরের দরজায় এসেছিল
লাঠিতে ভর করে।




তাকে দেখে
ভীষণ মায়ায়
ঘরে ঢুকতে দিলাম,
বসতে দিয়ে
গেলাম ঘরের ভেতরে
কিছু খাবার আনতে।




ফিরে এসে দেখি,
লোকটিও নেই,
নেই আমার মানিব্যাগটিও।




আমার বিশ্বাস ভেঙে
তুমি ঠকেছ যতটা,
তোমাকে বিশ্বাস করে
আমি জিতেছি তার বহুগুণে
...খুব অল্প খরচেই!
Content Protection by DMCA.com