ভুলের ঘরবাড়ি

জীবনে এমন অনেক রাত আসে,
যখন আমরা অনেক ভেবেও বুঝতে পারি না,
ঠিক কতটুকু দুঃখ মুছে ফেললে পরে
আরেকটা সকাল আসে।




খুব করে চাইলেও যখন
এ হৃদয়ে ধরে না ভালোবাসা, উপচে পড়ে ঠিক‌ই,
তখন অসংখ্য ক্ষুদ্র চাঁদের আসর জমে
দূরের মরুতেও।




এ হৃদয়ে
মৃতদের বহন করতে,
অতীতকে বহন করতে,
অশ্রুমিছিলকে বহন করতে
অনেকটুকু কান্না গিলে ফেলতে হয়।




স্বপ্নের পথে হাঁটতে যেমনি লাগে
ছোটো ছোটো ইচ্ছেপূরণ,
নিজের সুস্থতা ধরে রাখতেও
লাগে তেমনি কিছু পাগলামি।




নির্ঘুম রাতের সারি,
সঙ্গে ভুলের ঘরবাড়ি
...এই দুইয়েই মানুষ মানুষ হয়।