যখন আগামীকালই বিসিএস প্রিলি!

বহুদিন আগের লেখা। আগামীকাল যাঁদের বিসিএস পরীক্ষা, তাঁদের কাজে লাগতে পারে।

(কালকে যাঁদের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, এই লেখাটি কেবল তাঁদের জন্য)

38th knocks!!!
.............................................

Dear 38th BCS Preliminary Candidates!
1. Good to see you here as you're not that much worried about tomorrow's exam! Trust me, not always Facebooking is that much bad.
2. It's not the right time to keep on reading, no matter you're well-prepared or zero-prepared! The best option is, just have a blank head with almost nothing left! Preparation is what you're left with after forgetting everything you've read.
3. A good score is much more important than a good preparation. Only your results are rewarded, not your efforts.
4. What's your movie choice for this beautiful evening? Why not 3 Idiots once again? Come on! What's wrong with Tom & Jerry or Mr Bean? They still rock and will rock always!
5. I used to become a philosopher on the day before the exam as I developed the art of discovering the beauty even of the blades of a normal ceiling fan. When exam approaches, even Mayuri looks much better than Katrina! If you're thinking the abnormal things now, be sure that you're perfectly normal.
6. Why haven't you yet switched off your loving mobile phone? For God's sake stop receiving calls and let your competitors have some puffed rice with tomorrow's ‘leaked’ question paper!
7. Gossip with your family members. Talk about the most irrelevant and funny issues on earth!
8. Eat less, keep your bowl pressure-free!
9. If it's 10, it's surely not for keeping your lovely eyes open! Sleep tight tonight, fight tighter tomorrow!
10. Can't sleep? Nothing wrong with having a nerve relaxing tablet at least for tonight!
11. 8 hours over? Wake up! Wake up!! It's your exam date! Maybe your life is going to rewrite itself right today!
12. Say your prayers, thank your creator. Prayer is always powerful. See or remember the faces of your parents. These are the most beautiful faces on earth. They've the magical power to soothe you.
13. Brush your teeth for other candidates. Have some light breakfast for avoiding বড় & ছোট বাথরুম during the exam. You'll get your whole life for making shits! An exam is for the exam, not for producing shits and water.
14. Start for the exam hall keeping in your mind that you've to reach there at least half an hour early.
15. Exam hall. Answer script. Question paper. OK, now it's time to fill in the right circles and write right in the right fields. Be careful. Check your set code at least thrice!
16. Never read the whole question paper. It's just a waste of time. It doesn't make the paper any easier.
17. Where to start from? No set rules, boss! Start from your comfort zone. I started from maths.
18. Maybe the silliest questions will confuse you the most!....... A 30th BCS Preliminary question: What's the national fruit of Bangladesh? I answered: Mango........ You don't have to be an Einstein to make the silliest mistake in the exam hall.
19. While proceeding with your paper never give it a second thought to a seemingly tough/ confusing question at the first sight. Just mark them all, leave for the time being and just keep on moving to the next. Sometimes look at the wall clock. Your time is limited. Yes, give the marked questions a second thought when you've tried to attempt all the 200 questions.
20. Answer all, lose all. So, you've to decide very quickly what to answer and what to leave. Blind guessing will ruin you, intellectual guessing won't. What's intellectual guessing? Well. Let me explain it with an example: Leaving 6 confusing questions unanswered will bring you 0, attempting them and making 3 correct will bring you 1.5.
21. It's surely a T20 match! The best attitude for any competitive exam I've ever learnt is: I'm the best! attitude. There's no candidate in your exam hall better than you. No matter however the difficulty level of the question paper is, if only one candidate passes, it'll be YOU! Please do believe it from your heart.
22. Always there will be stupids who get time to talk in the exam hall. Never be one of them.
23. Never overthink. Can't you answer a difficult or a confusing question? It's OK. That question was not set for you. The only value each question carries is just 1. There is nothing called a beautiful question. Never feel the urge of answering an alluring question.
24. I'm oversure! This is the correct answer!!........ Sounds familiar? Huh? Yes, it's a very common dialogue in any exam hall. Just listen to your own heart. Your exam is like your girlfriend. Manage it in your own style.
25. If it's a tough question paper, it's tough for all. If it's an easy question paper, it's easy for all. You're not a VIP. The questions were not made difficult exclusively for you. OK?
26. Recheck that you're filling in the right circles. Match the question serial and answer serial. Only knowing is not enough, you've to show that you know.
27. Be sure that a beautiful lady in the exam hall is not there to read the language of your eyes. Your question paper is the most gorgeous lady in the world to be attentive about.
28. Never regret if you make any silly mistake. No mistake is silly. A mistake is just a mistake. Even the candidate who would stand 1st in order of merit in the 38th BCS Exam will surely make at least 2 silly mistakes. I couldn't answer the name of our national fruit correctly. Trust me, I know a mango never tasted, never tastes and will never taste like a jackfruit!
30. If you feel tired, stop for a few seconds and try to visualize how things would change dramatically when you can touch the rainbow of your dream or just imagine the smiling faces of your parents. It'll work like a magic, I can bet!
31. Never trust the pundits who claim to score abnormally high. Pundits fail the most in the BCS exam. It's always nice to see them fail. Hahahaha..........
It's all about what you better do and you better not do till 12:00 pm.
Bangladesh Civil Service is waiting to welcome you! Good luck!!

Regards
Your Senior Colleague
Sushanta Paul

আগামীকালকের যুক্তি তক্কো আর গপ্পো
................................................................................

বাংলাদেশের জাতীয় ফল কোনটি?
এই প্রশ্নের উত্তরে ‘আম’কে আমার কী যে আপন মনে হচ্ছিল! বেচারা কাঁঠালকে সহ্যই হচ্ছিল না৷ ওকে বড্ডো বেমানান লাগছিল৷
একেই বলে এক্জাম হল৷ আহা প্রিলি!
কেউ আমাকে স্রেফ দাঁড় করিয়ে রাখলেও তাকে রীতিমতো কানে ধরে দাঁড় করিয়ে রাখা আমার অভ্যেস৷ কোনও প্রশ্ন আমাকে কনফিউসড্ করলে, ওটাকে আপাতত ডিভোর্স দিয়ে আমি পরেরটায় চলে যাই৷ ভাবতেই মজা পাই, সেকেন্ড-টাইম-অ্যাটেমপ্টের ওয়েটিং রুমে ‘আম নাকি কাঁঠাল’ এটা ভাবতে-ভাবতে আমি ওপরের প্রশ্নটাকেও বসিয়ে রেখেছিলাম৷ এবং মহানন্দে আত্মবিশ্বাসের সাথে ‘আম’ দাগিয়েছিলাম৷ বেচারা ঘোড়া সেদিন আমার জন্যে কষ্ট করে ডিম পেড়েছিল---সেই প্রশ্নে৷
কালকেই তো এক্জাম৷ আজকে কী করা যায়? এটা তো আপনিই ঠিক করবেন৷ আমার মতো করে আমি কিছু লিখলাম৷ যতটুকু ভাল লাগে, ততটুকুই নেবেন৷ বাকিটা, শিফট্+ডিলিট৷
• দীর্ঘ শ্বাস নিতে-নিতে চমৎকার কিছু কল্পনায় আনলে নাকি টেনশন কমে৷ কী জানি! আমি দেখেছি, টেনশন কমানো নিয়ে ভাবলেই বরং টেনশন বাড়তে থাকে৷ পরীক্ষার আগের দিন টেনশন করাও তো একটা সাধারণ ভদ্রতা৷ ওটা নাহয় একটু থাকলোই! ওকে পাত্তা কম দিন৷
• পুরনো সাফল্যের কথা ভাবতে পারেন৷ মা-বাবা’র মুখের হাসি মনে করে আপনার চোখ দুটোই নাহয় একটু হেসে নিক৷
• উল্টা-পাল্টা ভাবতে ভাল লাগলে ওটাই ভাবুন৷ ইফ ইউ আর গোয়িং থ্রু হেল, কিপ গোয়িং---আমি এই মন্ত্রে বিশ্বাসী (তবে, একটু ভিন্নদৃষ্টিতে)৷ যা ইচ্ছে তা-ই ভাবতে থাকুন, ভাবনা বাধা পেলে দুর্ভাবনাই বাড়ে৷
• আজকের জন্যে পড়াশোনা শিকেয় তুলে রাখুন৷ যতই পড়বেন, ততই মনে হবে, এটার উত্তর কালকে মনে থাকবে তো? (এটা আসবে, এটা কে বললো?) কেনো আগে আরো একটু ভালভাবে পড়লাম না? (ভাব ধরেন, না?) এই প্রশ্নের উত্তর আমি যেটা জানি, সেটা ঠিক তো? (ঠিক না হলেই বা কী?) অমুককে একটা ফোন দিয়ে দেখি৷ (আপনি কি শিওর যে, ও নিজেই আপনাকে জিজ্ঞেস করার জন্যে ওয়েট করছে না?) . . . . . . ইচ্ছে হলে আপনার বনলতা সেন’কে (যদি থাকে আদৌ) একটা কল দিন৷ দু’দণ্ড শান্তির আশায়৷ একটু চুমুই না হয় খেলেন৷ ফোনে৷ পেইনফুল বিসিএস’কে ঘুমুতে দিন একটু৷ অনেক দৌড়েছে সে৷ 
• একটা ফ্যাক্ট শেয়ার করি৷ কিছু কঠিন প্রশ্ন থাকে যেগুলো বারবার পড়লেও মনে থাকে না৷ সেগুলো মনে রাখার চেষ্টা বাদ দিন৷ কারণ এই ধরনের একটি প্রশ্ন আরো কয়েকটি সহজ প্রশ্নকে মাথা থেকে বের করে দেয়৷ জাস্ট সে নো টু দেম৷
• আপনি কী জানেন, তার চেয়ে বেশি ইমপর্টেন্ট হলো আপনি যা জানেন তা কতটা কাজে লাগাতে পারছেন, সেটা৷ যারা অনেক জানেন, তারা বেশিরভাগ সময়ই যারা অনেক জানেন না, তাদেরকে সহজ টার্গেট ভেবে আনডারএস্টিমেট করেন৷ ভাবনার এই স্বাচ্ছন্দ্যই ওদের ক্রমশ দুর্বল আর ভালনারেবল্ করে দেয়। এটাকে কাজে লাগাতে পারলেই মজা৷ অতিপণ্ডিতদের ফেল করতে দেখার মজাই আলাদা! নিজে পাস করলেও এতো মজা লাগে না৷ এই পৃথিবীতে নোবডি হয়ে থেকে আসলে কোনও লাভ নাই৷ যে যা-ই বলুক, এটা নিশ্চিত, নোবডি-দের জন্যে এই পৃথিবীতে শুধু নাথিং-ই বরাদ্দ থাকে৷
• সব প্রশ্নের উত্তর করতে যাবেন না ভুলেও৷ প্রিলিমিনারি হাইয়েস্ট মার্কস্ পাওয়ার পরীক্ষা নয়, স্রেফ পাস করার পরীক্ষা৷ কিছুকিছু ডিফিকাল্ট আর কনফিউজিং প্রশ্ন ছেড়ে দেওয়ার উদারতা দেখান, কিপ্টেমিটুকু আপাততঃ জমিয়ে রাখুন রিটেন এক্জামের জন্য৷
• ব্লাইন্ড-গ্যেসিং করতে যাবেন না, তবে কিছুটা ইন্টেলেকচুয়াল-গ্যেসিং করলে কোনো দোষ নেই৷ ৬টা প্রশ্ন ছেড়ে জিরো পাওয়ার চাইতে ৩টা কারেক্ট করে ১.৫ পাওয়া অনেক ভাল৷ ভুল করুন বুদ্ধি খাটিয়ে৷ সফলভাবে ব্যর্থ হওয়াটাও কিন্তু মস্ত বড়ো একটা আর্ট৷ এমনভাবে পরীক্ষা দিন যাতে পরবর্তীতে নিজের ভুলগুলোকে ‘মধুর’ মনে হয়৷ এই বিলাসিতা বড়ো সুখের৷ আহা!
• কম্পিটিটিভ এক্জামগুলোতে ভাল করার ক্ষেত্রে প্রস্তুতির চাইতে আত্মবিশ্বাস বেশি কাজে লাগে৷ আই অ্যাম দ্য বেস্ট, এই ভাবটা এক্জাম হলে ধরে রাখুন৷ এটা ম্যাজিকের মতো কাজ করে! একটি প্রশ্নের উত্তর নিজে ভুল করলে যতটা না মেজাজ খারাপ হয়, তার চাইতে অনেক বেশি মেজাজ খারাপ হয় কারো কাছ থেকে শুনে ভুল করলে৷ (তখন মনে হয়, ইসস্ এটা তো আমি নিজেনিজে পারতাম! . . . . . . . কী ভাব!!)
• প্রশ্নে দু’-একটা ছোটো-খাটো ভুল থাকতেই পারে৷ এটা নিয়ে মাথা খারাপ করার কিছু নেই৷ সমস্যা হলে তো সবারই হবে, আপনার একার নয়! নার্ভাসনেস দূর করার চেষ্টা করুন, কারণ ওতে প্রশ্নগুলো তো আর সহজ হবে না, বরং সহজ প্রশ্ন ভুল উত্তর করার আশংকা বেড়ে যাবে৷ (আমি এভাবে কয়েকটা ভুল করেছিলাম৷ হি হি হি …..) মনে রাখুন, কিউ সেরা সেরা---যা হবার তা হবেই।
• এই সময়টাতে বন্ধু-বান্ধবদের সাথে পড়া শেয়ার করা বন্ধ করে দিন৷ বন্ধুদের প্রিপারেশন্ ভাল না শুনলে মন খারাপ হয়, আর প্রিপারেশন্ আপনার চেয়েও ভাল (এটাই বেশি মাথায় ঘোরে), এটা শুনলে কিন্তু মেজাজ খারাপ হয়! কেউ আপনার চাইতে ভাল স্টুডেন্ট হওয়া মানেই এই নয় যে, উনিই শুধু প্রিলিমিনারি পাস করবেন, আপনি করবেন না৷ শেষ হাসিটা হাসার চেষ্টা করুন৷ সাফল্য কখনোই ডিজার্ভ করা যায় না, তাকে আর্ন করতে হয়৷
• এই সন্ধ্যায় এমন কিছু করুন যা করতে আপনি এনজয় করেন৷ আমি অ্যাকাডেমিক পড়াশোনা মোটেই এনজয় করিনা৷ যতটুকু মনে পড়ে, প্রিলিমিনারি পরীক্ষার আগের দিন সন্ধ্যায় আমি ইনস্ট্রুমেন্টাল শুনছিলাম আঙুল নাচিয়ে৷ হোয়্যার ডু আই বিগিন . . . . . লা লা লা ……. এরপর মুভি৷ কোন মুভি? …. আই’ম গনা মেক হিম অ্যান অফার হি ক্যান্ট রিফিউজ৷ …. ক্যুইজ৷ পারবেন বলতে? …… ইয়েস ফ্রেন্ডস্, মেক হিম (সাকসেস) অ্যান অফার হি ক্যান্ট রিফিউজ৷
• পরীক্ষার প্রয়োজনীয় জিনিস-পত্র গুছিয়ে নিয়ে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন৷ এক ঘণ্টা মাথা ঠিক রাখার জন্যে দারুণ একটা ঘুম অনেক হেল্প করে৷ কালকের ম্যাচ টি-টোয়েন্টি৷ টেন্ডুলকারের কথা ভাবুন৷ যে ভাল খেলে সে-ই জানে, ভাল খেলতে কী কষ্ট হয়৷ কতটা নার্ভ-টেস্টের মধ্য দিয়ে যেতে হয়৷ প্রিপারেশন থেকে প্রিপেয়ার্ডনেস এখানে বেশি জরুরী৷ মাথায় রাখুন, অনলি ইওর রেজাল্টস্ আর রিওয়ার্ডেড, নট ইওর এফর্টস্৷
• কাল সকালেও কিছু পড়ার প্রয়োজন নেই৷ টেনশন ফ্রি থাকুন৷ বাবা-মা’র প্রার্থনা আপনার সাথে আছে৷ আত্মবিশ্বাস রাখুন৷ রাস্তায় জ্যাম্ থাকতে পারে, তাই হাতে যথেষ্ট সময় নিয়ে বাসা থেকে রওয়ানা হয়ে পড়ুন৷ তাড়াহুড়ো করবেন না৷ (আমার নিজের বেশিরভাগ সাফল্য অবশ্য এসেছে দৌড়ের উপর৷ ইলেভেনথ্ আওয়ার সিম্পটম্ খুব প্রবল আমার লাইফে৷ সে গল্প আরেক দিন হবে৷)
এই তো! আর কী! কালকের সকালের দুই ঘণ্টা হোক আপনার৷ এই লেখাটা পড়ার সময় স্ট্রেস ম্যানেজমেন্ট টিপস্‌গুলো খেয়াল করেছেন? না করলে, খেয়াল করার স্ট্রেসটা যেনো আবার নিতে যাবেন না ভুলেও৷ গুড্ লাক্, ফ্রেন্ডস্!

বিনীত
আপনাদের সিনিয়র সহকর্মী
সুশান্ত পাল