যে মানুষটা আপনাকে কষ্ট দেয়

ব্যক্তিগতভাবে আমি মনে করি, এ পৃথিবীতে  ভালোবাসা নয়, শান্তিই শেষকথা। তাই আপনি যদি কোন‌ও একটা রিলেশনশিপে অশান্তিতে থাকেন, তাহলে সেখান থেকে আপনার অবশ্যই মুভ অন করা উচিত। আর পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ বলে কোনও কিছু নেই। আপনার জন্য শ্রেষ্ঠ মানুষ, আপনার জন্য সঠিক মানুষ, বাস্তবে এ ধরনের কোনও কিছুই নেই।




অনেক মানুষ আছে, যারা আপনাকে মূল্যায়ন করতে পারে। তো যে মানুষটা আপনাকে মূল্যায়ন করে না, আপনি যদি সে মানুষটার কাছ থেকে সরে আসতে না পারেন, তাহলে যে মানুষটা আপনাকে সম্মান করে, যে মানুষটা আপনাকে মূল্যায়ন করে, যে মানুষটা আপনাকে শান্তি দেয়, যে মানুষটা আপনাকে আপনার মতন করে গ্রহণ করে, যে মানুষটা আপনাকে ভালোবাসে, সে মানুষটার দেখা আপনি পাবেন কী করে? কোনও রিলেশনশিপ‌ই কিন্তু শেষ রিলেশনশিপ নয়। বর্তমানটার পর আরও রিলেশনশিপ হতে পারে, এটার পরও কিন্তু আপনার জীবনে কোনও একটা দিকে মোড় নিতে পারে। নিয়তির কথা কে বলতে পারে?




নতুনটাকে তো আপনার জায়গা দিতে হবে। ওই স্পেসটা তো আপনার খোলা রাখতে হবে, ওই অপশনটা আপনার খোলা রাখতে হবে। মেন্টাল টর্চার কিংবা ফিজিক্যাল টর্চার সহ্য করে কোনও সম্পর্কে থেকে যাবার আসলেই কোনও মানে হয় না। আমাদের জীবনটা এতটা ঠুনকো নয়, এতটা ছোটোও নয়। এবং কেউই আমাদের জন্য অপরিহার্যও নয়। মনে রাখবেন, এ পৃথিবীতে একটা মানুষও আপনার জন্য অপরিহার্য নয়; যেখানে আমাদের সবচাইতে কাছের মানুষ আমাদের বাবা-মা, তাঁরাও আমাদের সঙ্গে সারাজীবন থাকেন না, একটা সময় পর মারা যান; অনেকসময় আমরাই তাঁদের আগে চলে যাই। এটা তো কেউই বলতে পারে না, কার আয়ু কতটুকু আছে। আয়ুর হিসেব এক বিধাতাই জানেন।




সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে ভালোবাসার মানুষ, যে মানুষগুলো আমাকে একদমই নিঃস্বার্থভাবে ভালোবাসে, আমাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে, তাঁরাই যেখানে অপরিহার্য না, তাঁদের অবস্থানই যেখানে অনিবার্য না, সেখানে একটা বাইরের মানুষ, অর্থাৎ যার সঙ্গে আমার পরিচয় হয়েছে কয়েক বছর কিংবা কয়েক মাস, তাকে ছাড়া আমি বাঁচব না, সে চলে গেলে আমি মরে যাব, এসব কথা মাথায় রাখছেন কেন? দেখুন, কেউ যদি আপনাকে ভালোবাসে, তবে তার প্রধান দায়িত্ব হচ্ছে আপনাকে ভালো রাখা, আপনাকে শান্তিতে রাখা, আপনাকে নির্যাতন না করা। যে আপনাকে নির্যাতন করে, সে আপনার জন্য সঠিক মানুষ হয় কী করে, বলুন!? যে আপনাকে বুঝতেই পারে না, আপনাকে মূল্যায়নই করতে পারে না, যে আপনাকে ভালোবাসতে পারে না, সে মানুষটার সঙ্গে আপনি কেন থেকে যাবেন?




একজন ভুল লোকের সঙ্গে থাকার চাইতে একা থাকা অনেক ভালো। হ্যাঁ, একা থাকাটা অনেক ভালো একটা ভুল লোকের সঙ্গে থাকার চাইতে। এর কারণ, একা একা থাকলে আপনি যতটা মরে যাবেন মনে মনে কষ্ট পেয়ে পেয়ে, একটা ভুল লোকের সঙ্গে থাকলে আপনি তার চাইতে দশগুণ বেশি মৃত্যুবরণ করবেন প্রতিটা মুহূর্তে। এবং একটাসময় এমন হতে পারে, আপনি সত্যি সত্যি মরে গেছেন মানসিকভাবে। আপনি একটা জিন্দালাশ হয়ে বেঁচে আছেন। এর চাইতে ভালো হচ্ছে, তার কাছ থেকে সরে আসা। আসতে হয়তো আপনার একটু সময় লাগবে, কিছু দিন কিংবা কয়েক মাস আপনাকে একটু কষ্টে থাকতে হবে। কিন্তু তার সাথে থেকে যাবার চাইতে এটা কম কষ্ট দেবে, অনেক অনেক কম কষ্ট দেবে।




তাই ওই ধরনের টর্চার সহ্য করে করে বেঁচে থাকার কোনও মানেই হয় না। কারণ, যে আপনাকে টর্চার করে, সে আপনাকে ভালোই বাসে না আসলে। যে আপনাকে টর্চার করে, সে আপনাকে দাম দেয় না। যে আপনাকে টর্চার করে, সে আপনাকে সম্মান করে না। যে আপনাকে টর্চার করে, সে আপনার মানসিক অবস্থাটাই বুঝতে পারে না, আপনার চাওয়াটুকুই বুঝতে পারে না। ওই ধরনের একটা লোকের সাথে থেকে যাবার, আমি মনে করি, একদমই কোনও মানে নেই। মনে রাখবেন, আপনার অনুমতি ও প্রশ্রয় ছাড়া আপনাকে কষ্ট দেওয়া অনেকটাই অসম্ভব।