ভাবনার বনসাই: এক-শো আটানব্বই

১. : তুমি আমাকে ভয় পাও কেন?
: কারণ তুমি আমাকে ভালোবাসো।
: তুমি আমাকে ভালোবাসো না কেন?
: কারণ আমি তোমাকে ভয় পাই।




২. কাছের মানুষ কাছে এলে
দূরে সরে যায়।
সম্পর্কের জন্য কিছুটা দূরত্ব ভালো।




৩. যে গোরু দুধ দেয়,
তাকে সবাই আদর করে।
এটা নিয়ে গোরুর অত খুশি হবার কিছু নেই।




৪. সব মজায়
হাসতে নেই।




৫. দেরি হয়ে যাবার আগেই
জীবনের সুন্দর মুহূর্তগুলি
উপভোগ করা প্রয়োজন।




৬. প্রেমে পড়লে ধীরে ধীরে
মানুষ নিজের যে ক্ষতিটা করতে থাকে,
তা সে নিজেই বুঝতে পারে না।




যখন বুঝতে পারে, তখন আর কিছুই করার থাকে না।




৭. আমি একা নই,
আমি নিঃসঙ্গ।
আমি ভিড়েও নিঃসঙ্গ,
নিজের সঙ্গেও নিঃসঙ্গ।




৮. তুমি জিতে গেছ?
কীভাবে জানলে যে
আমি হেরে গেছি?




৯. যদি কোনোদিন এমন হয় যে
তুমি যা ইচ্ছে করতে পারো,
সেদিন থেকেই
তুমি যা ইচ্ছে করতে পারবে না।




১০. : আমার দিকে তাকিয়ে কী ভাবছ?
: কিছুই না। শুধু তোমাকে দেখছি।




১১. আমি খুব ছোটো ছোটো ব্যাপার নিয়েও
ভাবতে থাকি আর ভাবতেই থাকি।
তাই আমি প্রায়‌ই দুঃখ পাই।




১২. চাইলেই তো চলে যাওয়া যায়।
তবে মন না চাইলেও
কখনও কখনও চলে যেতে হয়...
বাঁচতে চাইলে।




১৩. : তুমি অনেক বদলে গেছ।
: বদলে যাইনি, সাবধান হয়েছি।




১৪. : চলে যাচ্ছি। ভালো থেকো।
: একমিনিট! কার কাছ থেকে বিদায় নিচ্ছ? আমি তো অনেক আগেই চলে গেছি। খেয়াল করোনি?




১৫. মেয়েদের শুধু ভালোবাসলেই হয় না,
সারাক্ষণই তা মুখে বলতে হয়।
মেয়েরা মুখের বশ, তাই ঠকেও বেশি।




১৬. তোমাকে আমি যত‌ই ভালোবাসা দেখাই,
তত‌ই তুমি আমাকে অপদার্থ প্রমাণ করে ছাড়ো।




১৮. : আমি তোমাকে আর ভালোবাসি না।
: ও আচ্ছা।
: মানে? তোমার কিছুই বলার নেই?




১৯. মাঝে মাঝে আমরা যা চাই, তা পাই না।
তখন আমরা এমন কিছু পাই,
যা চাওয়ার সাহস‌ই আমাদের কখনও হয়নি।




২০. আমার মধ্যে এখন আর কোনও
ভালোবাসা কিংবা আবেগ নেই।
তুমি চাইলে এখন আমাকে ইচ্ছেমতো আঘাত করতে পারো।
Content Protection by DMCA.com