প্রায়োরিটি

একটা সত্য কথা কী, জানেন? 'আমি ব্যস্ত আছি।' কথাটি জনপ্রিয় একটি অজুহাত মাত্র।

এখন যে মানুষটি পাঁচ দিন কেটে গেলেও আপনাকে একটা টেক্সট করতেও ভুলে যায়, সেই মানুষটিই একদিন পাঁচ মিনিট‌ও কথা না হলে অস্থির হয়ে উঠত।

আজ যে মানুষটি 'আমি ব্যস্ত আছি।' বলে অন্য কার‌ও সাথে ফোনে ব্যস্ত থাকছে, সে মানুষটিই হয়তো একদিন আপনার একটা ফোনকলের জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা করত।

মানুষ এমন‌ই; সব পেয়ে গেলে আর দাম দেয় না। প্রয়োজন ফুরিয়ে গেলে অপেক্ষাও ফুরিয়ে যায়।

আসলে এ পৃথিবীতে সামান্য খোঁজটুকুও রাখতে না পারার মতো ব্যস্ততা বলে কিছু নেই। সব কিছুই নির্ভর করে মূলত প্রায়োরিটির উপর। মানুষটি কতটুক ব্যস্ততা দেখাচ্ছে, সেটা মূলত তার জীবনে আপনার প্রায়োরিটির মাত্রা বোঝায়।

'আমি ব্যস্ত।', এর মানে, আমি আপনার জন্য সময় খরচ করতে চাইছি না। এটা বোঝে না যারা, ওদের নির্বোধ বলে। এ পৃথিবীতে নির্বোধদের অনেক দুঃখ।

সারাদিনে একটা ফোনকল, ঘুম থেকে উঠে কিংবা ঘুমোতে যাবার আগে একটা টেক্সট করতে না পারার মতন ব্যস্ত পৃথিবীর কেউই হয় না। সময় বদলায়, তার সাথে মানুষের সময় দেবার ইচ্ছে বদলায়।

আসল কথা কী, জানেন? যখন আপনার জন্য বরাদ্দ রাখা প্রায়োরিটির জায়গাটা ধীরে ধীরে অন্য কারও দখলে চলে যায়, তখন মানুষ অকাজেও ব্যস্ত হয়ে যায়। যখন নতুন কেউ আপনার জায়গাটায় এসে বসে যায়, তখন আপনার জন্য সময় বের করাটা তার কাছে ভীষণ অপ্রয়োজনীয় হয়ে পড়ে।

অপেক্ষা করুন। ধীরে ধীরে পঙ্গু কুকুরটিও একসময় চলতে শিখে যায়, ধীরে চলা নদীটিও প্রচণ্ড খরস্রোতা চঞ্চল নদী হয়ে সমুদ্রে মিশে যেতে শিখে নেয়। সময় মহান শিক্ষক।
একদিন সময় আসবে, যখন তাকে গোনার প্রয়োজন আপনার দশআঙুলের ছোট্ট ছোট্ট ফাঁকের মধ্যে কোথাও খুঁজে পাবেন না। তার জন্য অপেক্ষা করার মতন সময় আপনার ঘড়িতে কিছুতেই আর থাকবে না।

হ্যাঁ, একদিন সেই সময়টা আসবে, যেদিন সঠিক মানুষটির হাত ধরে হাসতে হাসতে আপনি তার পাশ কেটে চলে যাবেন, কিন্তু পাশ ফিরে তার দিকে তাকানোর দরকার‌ই পড়বে না। আপনিও একদিন তার বেলায় ব্যস্ত হতে ঠিক‌ই শিখে যাবেন। ওই সময়টা আসতে দিন, সঠিক মানুষটিকে আপনার জীবনে আসার রাস্তাটা আরও প্রশস্ত হতে দিন। জীবনের জানালাগুলো খুলে দিন, জীবনে আলো-হাওয়া ঢুকুক। দেখবেন, আপনি ঠিক যতটুক সুখস্বস্তি হারিয়েছেন, তার দশগুণ কেউ একজন আপনাকে মুঠোয় ভরে ফিরিয়ে দিচ্ছে। আপনি যত দিন-রাত কেঁদে কেঁদে নির্ঘুম কাটিয়েছেন, কেউ একজন আপনাকে তার দশগুণ আনন্দ দিয়ে গান শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে। যারা ঘুমুতে জানে না, তারাই কেবল ঘুমুতে পারে না।

ভালো সময় আসে, যারা ভালো সময়ের দাম মেটাতে জানে, শুধুই তাদের জীবনে।

যার জীবনে আপনার প্রায়োরিটির দাম দু-টাকাও নয়, আপনার জীবনে তার প্রায়োরিটির দাম একপয়সাও হওয়া উচিত নয়। দিনশেষে আমরা সবাই একা। তাই নিজেকে দামি করে রাখতে না জানলে মূল্যহীন জীবন‌ই একমাত্র নিয়তি।

যার ঘড়িতে আপনার জন্য পাঁচমিনিট সময়‌ও ধরে না, আপনার জীবনে তার জন্য পাঁচসেকেন্ড সময়‌ও না থাকুক। মানুষটা ব্যস্ত নয়, তার জীবনে আপনার প্রয়োজন আজ ফুরিয়ে গেছে বা কমে গেছে। এই সহজ সত্যটা মেনে নিন। সামান্য পুঁজির জীবন আমাদের! কী দরকার আফসোসে আফসোসে আয়ু ফুরোবার?