হার মেনে জেতা

ভালোবাসা?

সে তো এক স্ফুলিঙ্গ, যা জ্বলে, কিন্তু দেখা যায় না!
এমন‌ই এক ক্ষত, যা ব্যথা দেয়, কিন্তু টের পাওয়া যায় না!
আহা, কী এক সৌভাগ্য, যা দুঃখ‌ই কেবল দেয়!
এক যন্ত্রণা, যা বিদ্ধ করে না, অথচ পাগল করে রাখে সারাক্ষণই!

এ এমন‌ই এক নিরন্তর চাওয়া, যা পেয়ে গেলে শুধু কষ্ট‌ই মেলে!
এ যেন ভিড়ের মধ্যে হেঁটে যাওয়া... একলা... একা!
এ যে সেই সুখটা, যা বাড়লেই বরং পালায় সমস্ত সুখ-স্বস্তি!
এ কেবলই হার মেনে নিয়ে জিততে থাকা!

ইচ্ছের যে দাসত্ব, তার শেকলের নাম‌ই ভালোবাসা!
যে খুন করে বসে প্রতিটি মুহূর্তে, তার হাতে খুন হবার অপেক্ষায় থাকার নাম‌ই ভালোবাসা!
রক্তাক্ত হব জেনেও, পুরোনো ক্ষতের কাছে বার বার ফেরার নাম‌ই ভালোবাসা!
যাকে আশ্রয় দিতে পারি না কোনোমতেই, তাকে প্রশ্রয়ে প্রশ্রয়ে বাঁচিয়ে রাখার নামই ভালোবাসা!