সুবিদিত এক শবাগার

 
ভেবেছিলাম বহুআগে,
আজ ভুল করে হলেও ভুলেই যাব সবই!


ভেবেছিলাম বহুভেবে,
যদি ভুলে যাইও পথ, তবু ঠিক পথে কভু হাঁটব না আর!


ভেবেছিলাম বহুকালে,
যদি না ফিরি বেলা থাকতে তবে, ফিরব না আর সমাধিনীরে!


ভেবেছিলাম বহুদূরে,
ব্যর্থ যত তীর্থভ্রমণ, করে দেবো পার পথের হেলায়!


ভেবেছিলাম বহুবোধে,
নষ্ট আবেগে ভরে নেবো ক্ষণ পেলে সুবিদিত এক শবাগার!


ভেবেছিলাম বহুভুলে,
ভুল করে হলেও ভুলে যাব আজ পুরনো যা ভুল!