কিছু কথা দাও

 
ও মেঘ, দাও না কথা, ভুলে যাবে না!
কথা দাও না, দিনের শেষে প্রদীপহাতে
সুধাবে এসে, সত্যি আছি কতটা ভালো!


কথা দাও, কথা করবেই নাকো কাটা কি ছেঁড়া,
ভুলে ফেলবে না ছুড়ে কখনও আঁধার ফুরোলে পরে,
চাইবে আমায় ঠিক এতটাই, এখন যেমন চাও!


দেখো, ভুলিয়ে রেখো না এক একটা কথার পারে,
বরং রেখেই দিয়ো নীরবতাতে, যতটা পারো।
জানিয়ো, কথায় কথায় আমি হেরে যাই যতটা শুধুই…
এমনি করেই, ঠিক কতটা তুমিও হারো?


কথা দাও, শূন্যকুটিরে থাকবে না একা,
মাখবে না তো দহন যত, হৃদয় দিয়ে,
জানাবে, কতটা পোড়ায় আমার স্মৃতি,
আর কতটা সুখে পুরবে এবেলা তোমার ধৃতি।
আমার বাড়ির পথে এগোলে কতটা,
তোমার মাঝে কতটা আমার আজও হবার বাকি!


কথা দাও, স্বপ্ন সেধে রোজ কাঁদাবে,
যদি এ-পারে কখনও ফেরাও তরী,
তবে মেলবে দুচোখ আমারই খোঁজে।
দুঃস্বপ্ন আঁকবে না আজ গাঢ় আদরেরও বেশে,
নেবে না দূরে অচেনা কোনও দুঃখ-আদেশে,
দেবে না কখনও ঘুম পাড়িয়ে আশায় বসতি গড়ে,
জানাবে, তোমার তীরে তরঙ্গ আমার ঠিক কতটা,
রয়েছি আমি তোমার মাঝে কতটা মিশে!


কথা দাও, কথা করবে না শেষ,
বলবে, আছি কতটা আমার আমি,
আর কতটা তোমারই হলেম।
দেখাবে তোমার স্নেহের আশিস,
ঠিক যতটা দিয়ে আমায় ভরো,
কতটা আমার তুমি, কতটা তোমার আমি,
জানাবে, জীবন তোমার পূর্ণ কতটা এবার হলো,
কতটা হলো আমার থেকেও দামি।
জানাবে, কতটা আঘাত এবেলাতে করলে দুভাগ,
কতটা পুরলে বুকপকেটে,
কতটা আজও রাখলে বাকি,
আর কতটা করলে আড়াল তোমার নিজেকে…আমার থেকে!


কথা দাও, কথা ভুলে যাবে না,
কথার ফাঁকে খুঁজবেই না ফোকর কোনও,
মানবে নিয়ম, আমায় বাঁচাবেই রোজ,
ফুরোলে কথা, আমার করবেই খোঁজ,
ব্যথা-ব্যবধানে আত্মা কখনও ফুরালে মায়া,
কোনও কঠিন টানে টানেও যদি হৃদয়পাটি,
সুখের খোঁজেও ভুলে কখনওই,
করবেই নাকো দুঃখ এলেও আর চাটাচাটি,
জানাবে আমায়, আমার মাঝে আমি যে আছে, সে কতটা ভালো,
কতটা আমার খোয়াই গেল,
আর কতটা খোয়ালো তোমার!


কথা দাও, কথা দেবে রোজ,
দিয়েছিলে কথা যা-কিছু তখন,
এনে দেবে তার উত্তর-খোঁজ,
আমি যদি ফুরোইও তবু রাখবে মনে,
জানাবে, কতটা তুমি সত্যিই জানো, কথারাখার কী যে মানে,
কথা দাও, কথা ভুলে যাবে না,
কথা দাও, কথা রাখবে মনে।