ভাবনার বনসাই: সতেরো

১. যদি সারাজীবন থাকতেই না পারো,
তবে হাত ধরেছিলে কেন?
সবাই কি আর হাত বদলানোর মানুষ?


২. একসময়,
একাকিত্বও চলে যায়,
তবু স্মৃতি রয়ে যায়।
রাত চলে যায়,
তবু আঁধার রয়ে যায়।


৩. এই হৃদয়টাকে এমন পাগল বানিয়ে
এখন কিনা বলছ
সময়ের দাবিকে চুপচাপ মেনে নিতে!


৪. এ হৃদয়ের সমস্ত কামনা আজ দু-ভাগে বিভক্ত।
এক ভাগ তোমাকে চায়,
আরেক ভাগ আমাকে বোঝায়!


৫. চাঁদের প্রেমে পড়ে আছি,
খোদ চাঁদই বেখবর…!


৬. চাঁদ যখন নিজেই আসে
গল্প করতে,
গল্প তখন নিজেই পালায়!


৭. আমায় হারিয়ো না,
আর খুঁজে পাবে না।
এই দ্যাখোই না,
আমি আজও খুঁজে চলেছি!


৮. তোমাকে মনে করার
অভ্যেসটা বাদে,
জীবনে আজ অনেক কিছুই বদলে গেছে!


৯. কী সহজেই বলে ফেলেছিলে,
‘ভালো থেকো!’
আজও আমি তোমার
আশীর্বাদের শক্তি
দেখার অপেক্ষায়…


১০. চলে না গেলে
এতটা থেকে যেতে পারতে কি কখনও!


১১. ওরা আমায় বলে,
‘কেমন আছ?’
আমি তখন ধ্বংসাবশেষের দিকে তাকাই।


১২. মলম লাগবে না,
বরং আরেকটা ক্ষত দাও।
সান্ত্বনা লাগবে না,
বরং আরেকটা ধাক্কা দাও।


১৩. লোকে আমায় বলে,
তুমি নাকি আমায় শেষ করে দিয়েছ!
ওরা যদি জানত,
আমি আজও শুরুর অপেক্ষায় আছি!


১৪. সময় থাকতেই
আমায় কোথাও রেখে দাও!
আমি হারিয়ে গেলে
তুমি ঠিক হেরে যাবে!


১৫. এ দু-চোখের স্বপ্নই যদি
খুন করলে,
চোখদুটোকে বাঁচিয়ে রাখলে কেন?


১৬. আমার স্মৃতি থেকেও পালাও যদি,
ওয়াদা করছি, আমি কিন্তু
বিস্মৃতি হাতড়ে হাতড়ে
তোমার মুখোশ সবার সামনে টেনে খুলে ফেলব!


১৭. যাবার আগে
অন্য কাউকে গ্রহণ করার রাস্তাটা
বলে গেলে না কেন?


১৮. সুন্দরের মধ্যে আমায় খুঁজো না,
আমার মধ্যে সুন্দরকে খোঁজো।
বয়স তো দু-জনেরই বাড়ছে!


১৯. তোমাকে ভাবতে ভাবতে সময়ই তো পাই না!
এতটা ব্যস্ততা না থাকলে
কবেই তোমাকে ভুলে যেতাম!


২০. তুমি ভালো আছ তো?
না থাকলে আমায় জানাও!
তোমায় ভালো রাখতে না পারি,
প্রার্থনা তো করতে পারি… আজও!