ভাবনার বনসাই: নয়

১. আমি যেই খারাপ সময়টা পার করে ফেলেছি, সেটা আমাকে আর মনে করিয়ে দিয়ো না।
আমি আর কিছুদিন বাঁচতে চাই।


২. যা-কিছু আছে আমার, তুমিই হচ্ছ সব থেকে প্রিয়,
অবহেলা না করে, পরের বার নাহয় মৃত্যুদণ্ডই দিয়ো!


৩. জীবনে আবারও এসেছি ফিরে, জানি না কোন সাধে,
সবাই আমায় ঠিক মেনে নিল, এক তুমি বাদে।


৪. আগে ঘুমোতে গেলেই কান্না পেত, আর এখন না কেঁদে কিছুতেই ঘুমোতে পারি না।


৫. আমি সেই বাসি ফুল, যাকে আগেভাগেই অন্যদের থেকে আলাদা করে দেওয়া হয়। এমনকী কোনও লাশের গায়েও আমাকে স্থান দেয়া হয় না!


৬. দেখাও আজ আমায় তোমার যত ব্যথা,
আমারগুলোও জুড়ে দিয়ে, লিখে ফেলি রূপকথা!


৭. এত ভালোবাসতে তোমায় কে শেখাল?
এরকম ভালোবাসা পেলে তো বড্ড বেঁচে থাকতে ইচ্ছে করে গো!


৮. বাবুই পাখি দেখেছ বললে, অথচ আমায় দেখতে পেলে না!


৯. রক্তকেই শুধু তোমরা লাল রং বলেছ, অথচ কলমের কালো কালিও যে রক্ত, সেটা তো তোমরা কেউ বলার সাহসই রাখো না!


১০. যে মানুষটা আমার গোটা জীবন, তাকে নিয়ে মাত্র দু-লাইনে লেখা কী করে শেষ করব!?


১১. কাঁদতে ভুলে গেলে, বেঁচে থাকাও ভুলে যেয়ো, কেমন?


১২. তুমি শুধুই উত্তর চেয়ে গেছ আমার কাছে, অথচ আমি যে প্রশ্নটাই আজ অবধি বুঝতে পারলাম না!


১৩. প্রতারণার শেষ একটা প্রতিশোধ আমি নেব, নিজের মনুষ্যত্বের সাথে প্রতারণা করে!


১৪. আমাকে নাহয় ভুলই বোঝো; যদি ঠিক করে বুঝতে যাও, তোমার সমাজের চোখে স্থান পাবে না!


১৫. তুমি তোমার উচ্ছিষ্টটুকু বেড়ালকে দাও,
আমি কি তবে লাইনে বেড়ালের পেছনে দাঁড়াব?


১৬. প্রতিদিনই একটু একটু করে শিখছি, মানুষ হওয়া কত কঠিন।
আর তুমি কিনা কোনও কারণ ছাড়াই নিজেকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে ঘোষণা করতে? ছিঃ!


১৭. আমার ক্ষত গুনতে চাইলে নতুন করে তোমাকে অঙ্ক শিখতে হবে।
সংখ্যার যে হিসেব তুমি শিখেছ, ওই কটা সংখ্যায় আমার ক্ষত ধরবে না।


১৮. বসে বসে কী ভাবছ?
তবে আর যা-ই ভাবো, আমাকে নিয়ে যে ভাবছ না, সে ব্যাপারে আমি সুনিশ্চিত!


১৯. তোমরা বাঁচতে বাঁচতে শেষে মৃত্যুর জন্য অপেক্ষা করো,
আর আমি প্রতিদিন মরতে শিখে, আজকে নতুন করে বেঁচে থাকার পথে এগোচ্ছি।


২০. - শায়ের, আমার মন ভেঙেছে, খুব কষ্ট হচ্ছে এখন!
- হা হা, হবারই কথা। মনভাঙা তো আজীবনই একটা আনন্দের খেলা। যে খেলেছে, তার আনন্দের খবর তো তুমি জানো না!