ভাবনার বনসাই: উনআশি

১. চোখের সামনেই
রত্ন রয় পড়ে,
ধুলোয়।


২. কুয়াশায় যখন
সারামাঠ ঢেকে যায়,
তখন দুটো কুকুর এসে
আমাকে ঘরে ফেরায়।


৩. শূন্য প্রার্থনাগৃহের
দরোজা
খোলে,
বন্ধ হয়।


৪. কপটের দেশে
অকপটের বেশে
কপটেরা মেশে।


৫. ঘন কুয়াশা
থিতু হয়ে রয়
এইখানে...
পাহাড় সরিয়ে।


৬. ঝড়ের শব্দ শুনে
কুকুরেরা মাটি আঁচড়ায়।


৭. খেলাশেষে
তাস ছড়িয়ে রেখে
তাসুড়েরা ঘুমোয়।


৮. শূন্য মন্দিরে
হাওয়া তবু
ঘণ্টা বাজায়।


৯. ওয়েটিং-রুম
ফাঁকা।


অ্যাশট্রেতে
আপেলের কঙ্কাল।


১০. মেঘ এলে
মেঘের নিচ থেকে
মেঘ সরে যায়।


১১. স্টেশনের বেঞ্চিতে
গতকালের পত্রিকা।


ট্রেনের গতি বাড়ে।


১২. কাগুজে পেয়ালায়
কফির ফেনা
চুম্বনের স্মৃতিতে
এঁটো মাখে।


১৩. সে ফিরে আসে।


তার ঊরুতে, বুকে, চুলে...
পরাজিত সমুদ্রের পাপ।


১৪. খ্যাপাটে রাত্রির ডাক---
এক বারই;
অতঃপর...
বার বারই!


১৫. উঠোনে উঠোনে
কুকুরেরা।


আকাশে আকাশে
নক্ষত্ররা।


মেঝেতে মেঝেতে
নিঃসঙ্গতারা।


১৬. জল ধরে রাখি
এই মুঠোয়;
সঙ্গে কাদাও---
জল ধরে রাখতে।


১৭. লেখার খাতা হতে
আঁধার অক্ষরের মিছিল
আলোর দিকে তাকায়।


১৮. পাথরে পাথরে
সন্ধেয় সন্ধেয়
জোনাকিতে জোনাকিতে।


১৯. খচ্চর
পুণ্যতেও
পাপ খুঁজে পায়।


২০. সূর্য উঠলে
প্রিয় পাপগুলি
পুণ্যের মুখোশ পরে।