শুদ্ধতম অনুভবে

অনেকক্ষণ ধরে বাইরে বাইরে ঘুরছিলাম, তোমাকে দেখছিলাম না, তোমাতে ডুবছিলাম না, তার শাস্তি তুমি এমন করে দিচ্ছ যে, এখন তোমার কাছে এসেও তোমাকে ভালো করে ধরতে পারছিনে। তুমি ধরা না দিয়ে যাবে কোথায়? আমার কাছে এমনভাবে প্রকাশিত হয়েছ, আমার অত ভেতরে গিয়ে তুমি প্রবেশ করেছ, আর তোমার অনুভবের আস্বাদনও আমাকে সময় সময় এতটা দিয়েছ যে, আমি তোমায় সময় সময় ছেড়ে থাকলেও খুব বেশিক্ষণ সেভাবে থাকতে পারি না।




তুমি আমার শান্তি, তুমি আমার বল। তুমি আমার কাজের উৎসাহ; তোমাকে ছেড়ে থাকলে আমি অস্থির হই, অকর্মণ্য হই; আমার আর বাঁচতে ইচ্ছে হয় না। তাই এখন চাই যে, এই ছাড়াছাড়ি একেবারে চলে যাক। ছাড়াছাড়ি তো কখনও হয় না, একা হওয়া তো অনেক আগেই ছেড়েছি, তবে কেন মনে করি এসব? এই তো তোমাকে দেখছি বিচিত্র বর্ণে, বিচিত্র আকারে। তুমি ছাড়া তো দেখার বস্তু আর কিছুই নেই। এই তো তোমার বাণী শুনছি সব শব্দে। তুমি ছাড়া শুনবার বস্তু আর কিছু তো নেই। তোমাকে বিবিধ রূপে স্পর্শ করছি। তুমি ছাড়া স্পর্শের বস্তু আর কিছুই নেই। তুমিই চিন্তা, বুদ্ধি আর স্মৃতির বিষয়।




তুমি ছাড়া আর কোনো বস্তু চিন্তা করি না, বুঝি না, স্মরণ করি না। তুমিই বিশ্বরূপী, বিশ্বাত্মা, আমার আত্মা। তুমি একমাত্র, অখণ্ড, অনন্ত, সত্য বস্তু, সর্বাধার, সর্বাশ্রয়, সর্বময়, সর্বরূপী। এভাবে তোমাকে দেখলেই হৃদয় তৃপ্ত হয়, শান্ত হয়, আনন্দিত হয়। তুমি সুন্দর, তুমি মধুর। তোমায় হারিয়ে কল্পিত মিথ্যা বস্তু দেখলেই অস্থির হই, ব্যথিত হই, বিপন্ন হই। তুমি শিবস্বরূপ, মঙ্গলময়, প্রেমময়, পুণ্যময়, পবিত্রস্বরূপ। তোমার প্রেম অনুভব করে, তোমাকে হৃদয়ভরা প্রেম দিয়ে, তোমার ইচ্ছের সঙ্গে ইচ্ছে মেলালেই জীবন ধন্য, কৃতার্থ মনে করি।




সত্য, শিব, সুন্দর, জীবনের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্যরূপে প্রকাশিত হয়েও কেন বাইরে ফেলে রেখেছ? মিথ্যায়, অমঙ্গলে, দুঃখে, মলিনতায়, কদর্যতায় ফেলে রেখেছ? তোমাতে প্রতিষ্ঠিত হবার জন্যে শ্রম দেবার আর সময় কোথায়, শক্তি কোথায়? দুর্বলতায় মনের শক্তিও কমে যাচ্ছে বলে বোধ হয়। তোমাকে শ্রমসাপেক্ষ সাধন করে পাবো, এই আশা আর করি না।




এখন নিজেকে সুলভ করো। দেখতে চাওয়ামাত্র দেখব, দেখামাত্র প্রেমের উদয় হবে, আনন্দের উচ্ছ্বাস হবে, আত্মাতে বলের সঞ্চার হবে, ইচ্ছায় ইচ্ছা মিলবে, বিরহবিচ্ছেদ অসম্ভব হবে, এই কৃপা করো। রূপময়ী কৃপা দেখাও, জীবনের প্রতিমুহূর্ত যে কৃপাপূর্ণ, তা উজ্জ্বলভাবে অনুভব করতে দাও।




তোমার সঙ্গে আমার মিলন যে তোমার প্রিয়, তোমার অভিপ্রেত, কেবল আমার সাময়িক খেয়ালমাত্র নয়, তা উপলব্ধি করতে দাও। অহংকারপ্রসূত সকল চেষ্টা শেষ হয়ে যাক, কেবল কৃপার দিকে তাকাই, তোমার আরব্ধ কাজ তুমি শেষ করবে, তোমার বিধান পূর্ণ করবে, এই বিশ্বাস করি, তোমার কৃপার উপর নির্ভর করি, তুমি এই ব্যবস্থা করো। বিশ্বাস নিয়ে এসো, নির্ভয় নিয়ে এসো, আশা নিয়ে এসো, আশ্বাস নিয়ে এসো।