যদি মর্জি ভেঙে

কেন আঘাত করে ইচ্ছে হয় ভুল?
কানে শব্দ বিকট বাধছে বুঝি খুব?
আচ্ছা, তুমি কি তবে এইটুকুই? 
পাশ হেলিয়ে অমন ছুঁই ছুঁই?

হুল ফুটিয়ে বোল তোলো,
জাপটে ধরো ভুলগুলো,
যদি মর্জি ভেঙে খানিকটা, 
আড়াল করি মানিকটা,
আমি সত্যি কি তা-ই, তোমার রে? 
জানলে বলো...কতটা?

আহা, অমন ও-ফোঁড় তুলছ যে,
প্রথম কাঁটা ফুরল কে?
যদি মিথ্যে হলেও ভুল করে,
আমার জন্যে হুট করে,
আসতে নিয়ে চিমটি সুখ,
হতো বুঝি যত্ন খুউব?