ভাবনার বনসাই: এক-শো তিরাশি

১. মানুষ সত্য গ্রহণ করে না।মানুষ তা-ই গ্রহণ করে, যা সে বোঝে।





২. না, তুমি আলাদা কিছু ন‌ও।
একাকিত্বে ভোগা মানুষেরা সবাই-ই তোমার মতো।




৩. মেয়েদের সমস্যা একটাই: অতিরিক্ত ভাবাভাবি।




৪. তাকে আমি আত্মার কাছে রাখি।
তুমিই বলো, এমন মানুষকে ঘরে রাখতে পারিনি বলে হারিয়েছি কি অনেক কিছু?




৫. তার আবার কীসের অত রাগ,
যার সারা‌অঙ্গে কেবল ব্যর্থতার‌ই দাগ?




৬. তোমাকে এই বুকের মধ্যে মমি করে রেখেছি।
চলে যাবার সময় সঙ্গে করে নিয়ে যাব।




৭. সব‌ই তো শব্দের খেলা,
এখানে কবিতা খুঁজে পাবার পুরো কৃতিত্ব তোমাদেরই।




৮. মেধা আসে জ্ঞানে,
প্রতিভা আসে ধ্যানে।




৯. যখন‌ই ভাবতে থাকি,
তুমি কোথায়? তুমি কোথায়?
...তখন‌ই দূরে কোথাও
পাখি ডাকে।




১০. পাখিটা আমার কাঁধে এসে বসল।
তারপর সঙ্গে করে আমায় ডানায় উড়িয়ে নিয়ে চলল।




১১. এসো, স্থূলতার সুখ বিসর্জন দিয়ে
সূক্ষ্ম হয়ে উঠি।




১২. মূর্খকে বাধা দিলে আরও মূর্খ হয়ে ওঠে।
জ্ঞানীকে বাধা দিলে আরও জ্ঞানী হয়ে ওঠে।
বাধা না পেলে এ জগতে কিছু হয় না।




১৩. সময়কে আটকে রেখো না। যেতে দাও।
যেতে না দিলে সময় তোমাকে দম আটকে মেরে ফেলবে।




১৪. যে আকাশে ওড়ে না পাখি,
সে আকাশে কেমনে থাকি?




১৫. একেকটা পাখির
একেকটা আকাশ।




১৬. যখন কৃষ্ণচূড়া ফোটে,
তখন আকাশ রং বদলায়।




১৭. আমি প্রেমার্ত ন‌ই, কামনার্ত।
কাছে আসতে চাও যদি, এটা জেনেই এসো।




১৮. আমি তো সেই মানুষটাকেই খুঁজে চলেছি,
যে আমায় চেনে না, চিনতে চাইবে।




১৯. যা দেখি, তা দেখার অধিক।
দেখি না যা-কিছু, দেখার কেবল সেটুক‌ই।




২০. আমি একা নই,
আমি একা থাকতে চাই।