বিবেক খরচ করে বাঁচা

একটা পাখির ডানা ভেঙে দেবার পর তাকে উড়তে বোলো না।
কারও হৃদয় ভেঙে দেবার পর তাকে ভালোবাসতে বোলো না।
একটা পবিত্র আত্মার সৌন্দর্য নষ্ট করে দিয়ে তাকে সুখী হতে বোলো না।

যার মধ্যে তুমি কেবল খারাপটাই দেখো, সে তোমার মধ্যে ভালোটা দেখবে কী করে?
যাকে তুমি উঠতে-বসতে আসামির কাঠগড়ায় দাঁড় করাও, প্রয়োজনের সময় সে তোমার পাশে দাঁড়াবে কোন যুক্তিতে?
আগুন নিয়ে খেলবে, আবার আশা করবে, তোমার কোনও ক্ষতিই হবে না, তা কী করে হয়?

জীবনটা দেওয়া-নেওয়া দিয়ে তৈরি; কিছু পেতে হলে কিছু দিতে হয়, এবং কিছু পেয়ে গেলেও কিছু দিতে হয়।
কাউকে খারাপ কিছু দিয়েও তার কাছ থেকে ভালো কিছু পাবার প্রত্যাশা রেখো না। তুমি নিজেও কি কাউকে ভালো কিছু দিয়ে তার কাছ থেকে থেকে খারাপ কিছু পেতে চাইতে? না, এভাবে হয় না।

কেউ প্রতিবাদ করছে না বলে তার সাথে অন্যায় করে যেয়ো না। পাপের প্রতিবাদ না হলেও পাপ পাপই থাকে। পাপের শাস্তি অনিবার্য ও মর্মান্তিক। ইতিহাস ঘেঁটে দেখো, ভয় পাবে।
নিজে ভুল করে জীবনকে দোষারোপ কোরো না। তোমার ভুলের মাশুল দিতে তোমার জীবন বাধ্য নয়। ভুল আনন্দের, শাস্তি কষ্টের।
ভালোভাবে বাঁচতে চাইলে আবেগ নয়, বিবেক খরচ করে বাঁচো।