বিনিদ্র বসন্ত

তোমরা দ্যাখো,
আমার ঘরে চাল নেই,
উনুনে হয় আলু সেদ্ধ,
ঘরটা নড়ে ঝড়ের আগেই,
পরনের কাপড় ছেঁড়া পুরোনো,
চাকচিক্য দূরস্থ, সংগতিই নেই...




আমি দেখি,
আমার সন্তান
পড়ে ধারাপাত,
লেখে এ-বি-সি, অ-আ-ক-খ...
ভাবে পৃথিবী চ্যাপ্টা কি গোল,
খেলে মেলাশেষের সস্তা পুতুলে...




হোক না চারিদিকে কনকনে শীত,
গায়ে না থাকুক কম্বল নকশিকাঁথা,
ঘরের ছাদটাও হলে হোক পড়ন্ত...
এ হৃদয়ে তো তবু বিনিদ্র বসন্ত!




তোমাদের সন্তান যখন বাড়ে
আইসক্রিমের ঘোরলাগা হিমে,
আমার সন্তান তখন বাড়ে
গোটা-এক আধেক সেদ্ধডিমে।