জলের মতন সরল

১. মানুষ যেদিন থেকে নিজের প্রাণশক্তিকে সন্দেহ করতে শুরু করে, নৈরাশ্য ও হতাশার শুরু সেদিন থেকেই।

২. যে একবার মনের মধ্যে ঢুকে যায়, তাকে ভোলা সম্ভব নয়, এটা মেনে নিতে না পারলে বিবাহিত জীবন সুখের হয় না।

৩. যে তোমাকে মাতাল অবস্থায় দেখতে চায়, তার কাছে তোমার সমস্ত চারিত্রিক সনদপত্রের দাম শূন্য।

৪. সন্তান জন্ম দেওয়ার কাজ যে-কোনো মেয়েই করতে পারে, কিন্তু মা হয়ে ওঠাই আসল চ্যালেঞ্জ। কেউ কেউ সন্তান জন্ম দিয়েও মা হতে পারে না, আবার কেউবা সন্তান জন্ম না দিয়েই মা হয়ে ওঠে।

৫. প্রিয় মানুষটার সাথে অন্য কারও সম্পর্ক বেশ গভীর, এটা মেনে নিতে না পারলে দুইটি পথের যে-কোনোটি অনুসরণ করতে পারো: হয় তাকে ছেড়ে চলে যাও, নয় বিষণ্নতাকে সারাজীবনের জন্য মেনে নাও।

৬. বাড়ির গেইটের বাইরে ঝুলিয়ে রাখুন: কুকুর হ‌ইতে সাবধান!
মনের গেইটের বাইরে ঝুলিয়ে রাখুন: ধর্মান্ধ হ‌ইতে সাবধান!

৭. বন্ধু হারানোর সবচাইতে সহজ রাস্তা হলো: বন্ধুর চরিত্রহীনতার সমস্ত প্রমাণ তার চোখের সামনে তুলে ধরা।

৮. ঘরের মানুষটির সাথে মনের মানুষটির তুলনা করতে গিয়েই মানুষ বিষণ্নতায় ডুবে যায়।

৯. গায়ে পড়ে যারা জ্ঞান দিতে চায়, ওদের জ্ঞানী বলে না, ছ্যাঁচড়া বলে।

১০. যে চোখের আড়ালে চলে গেল, তাকে হারানোর শোক মেনে নেওয়া যতটা কঠিন, তার চাইতে অনেক বেশি কঠিন, যে চোখের সামনে থেকে গেল, তাকে হারানোর শোক মেনে নেওয়া।
১১. ভাগ্যিস, তুমি আমার কাছে খুব ভালো প্রকৃতির নষ্ট একটা মানুষ! ন‌ইলে তোমাকে এত এলোমেলোভাবে অনুভব করার সুযোগটা আমার জুটত না।

১২. ভালো থাকার জন্য ইচ্ছেটা বেশি জরুরি। টাকা-পয়সা কেউ-না-কেউ দিতে পারে, কিন্তু ইচ্ছেটা তো আর কেউ দিতে পারে না!

১৩. পার্টিতে যাবার সময় সঙ্গে করে এক বোতল হুইস্কি বা একজন বান্ধবী নিয়ে গেলে তোমার কদর বাড়বে। পার্টি তো কোনো প্রার্থনাসভা নয় যে তোমার হাতে ধর্মগ্রন্থ দেখলে ওখানে সবাই তোমাকে মাথায় তুলে নাচবে। সেক্ষেত্রে ধর্মের অবমাননা যদি হয়েই থাকে, তবে তার সমস্ত দায় তোমার কাণ্ডজ্ঞানহীনতার। আঁতলামি সব জায়গায় চলে না।

১৪. কথা দিয়েছিলে, একদিন আমাকে চিঠি লিখবে। কী আশ্চর্য! তোমার ওই একটি কথাই আমাকে দিয়ে এতগুলি চিঠি লিখিয়ে নিল! অথচ প্রতিশ্রুত চিঠিটি আজ‌ও এল না!

১৫. সেই রাতে যা ঘটেছিল, তা ভুলে গিয়ে তুমি কি আমাকে আগের মতো সম্মান করতে পারবে, প্লিজ? এসো, সেই রাতের ভুলের দায় আমরা দু-জন মিলে বহন করি এবং বন্ধু হয়ে থাকি।

১৬. চলো, আজ দু-জন মিলে এই দুঃসহ সম্পর্কের ইতি ঘটিয়ে দিই। এসো, আজ পরস্পরকে জড়িয়ে ধরে দীর্ঘসময় কাঁদি।

১৭. যাকে পাইনি, তার সাথে আমার সম্পর্ক আজ‌ও কয়েকটি সবল কবিতায় জ্বলজ্বল করছে। যাকে পেয়েছি, তার সাথে আমার সম্পর্ক আজ কয়েকটি দুর্বল কবিতা হয়ে পথ আটকে রয়েছে।

১৮. যার উপস্থিতি আপনার দুঃখকষ্টের চেয়েও শক্তিশালী, সে-ই আপনার জন্য সঠিক মানুষ।

১৯. চর্চার অভাবে হৃদয় মরে যায়। যার জীবনে সংসার ও জীবিকার বাইরে আর কিছুই নেই, তার কাছে জীবনের সৌন্দর্য খুঁজতে যেয়ো না।

২০. আমি আজ‌ও সব কিছুর আগে তোমাকে আসন ছেড়ে দিতে প্রস্তুত।