গায়ে রাত্রি মেখে

রাতের আকাশ, হেঁয়ালি বাতাস
লাগছে কী যে ভালো...
কিছু না বলেও কত কথা!
মূকের প্রাণে মধুর ব্যথা!
ওগো শূন্য, তোমার ব্যাকুলতা
আমার প্রাণে ঢালো...
আহা, পাচ্ছি সাড়া, কে যেন ওই
বাসে আমায় ভালো!




হৃদয় খুঁড়ে চেয়ে দেখি,
সব‌ই আমার কালো;
ভাঙছে শুধুই অধীর আশা,
হৃদয়ে জমে ব্যর্থ তৃষা;
কোথায় আমার ভালোবাসা?
হায়, কোথায় আমার আলো?
অন্ধকারে লুকোনো আলো
লাগছে হঠাৎ ভালো।




নীরব আঁধার, নীরব আলো
গাইছে নীরব গান,
আকাশ ফুঁড়ে উড়ছে দ্যাখো
আমার ব্যথার দান;
যাও তবে প্রাণ ভেঙেচুরে,
ওই আকাশেই বেড়াও ঘুরে,
বাতাস কাঁদে করুণ সুরে
তোমার চোখে চেয়ে;
আবছা আলোয় খেলছে আলো,
যাও রে কাছে ধেয়ে...




বদ্ধ-নেশা ভোল না রে মন,
দিসনে পা আর আশার ফাঁদে;
আকাশ বেয়ে ছুটছে তারা,
দাগ বাড়িয়েই যাচ্ছে চাঁদে!
দূরেই থাকুক নেশার খেলা,
যাক না কেটে জীবন-বেলা,
দ্যাখ রে দ্যাখ বিবাগী মেলা,
উধাও হয়ে চল,
রাতের বেলায় আলোর ছায়ায়
ডুব দে রে অতল তল!