আত্মার মুক্তি

আমার আত্মাকে মুক্ত করো,
হে ঈশ্বর, আমার হাতটা ধরো।




এই গভীর রাতে জেগে থেকে আমি
খুঁজছি কেবলই, কোথায় থাকো তুমি?




সবার আগে দিয়ো এই অন্তরে পরম স্নেহ, মায়ামমতা,
তার পরেই নাহয় দিয়ো সাম্রাজ্য কিংবা প্রবল ক্ষমতা।




তোমায় পাচ্ছি না খুঁজে, করেই যাচ্ছি কত যে চেষ্টা!
শুনেছি, পাবেই সে, যার আছে তোমায় পাবার তেষ্টা।




ভেতরতম সত্তার সঙ্গে আমায় পরিচিত হতে দাও,
সেজন্য নাহয় পোড়াব নিজেকে, তুমি যতটা চাও।




ভীষণ কষ্ট, দিনরাত্রি যখন সাধনা করি,
জীবিত থেকেও যেন বারে বারেই মরি!




নিজের উপরই আমার সমুদ্রসমান ক্ষোভ,
ছাড়তে পারি না আমি পৃথিবী ছাড়ার লোভ।




যে নাকি আছে তোমাকে পাবার তীব্র ক্ষুধায়,
পৃথিবীতেই তার আত্মা যাবে ভরে অমৃতসুধায়।




মহব্বত না জমিয়ে জীবনে শুধু পয়সাই করেছি জমা,
ক্ষুদ্র আমি, আমার পাপগুলো কি যায় না করা ক্ষমা?