তোমার সারাজীবনে, প্রকৃত বন্ধুর সংখ্যা তুমি এক হাতেই গুনে ফেলতে পারবে। হয়তো সংখ্যাটা চার কিংবা তারও কম, যা গুনতে একটা আঙুলই যথেষ্ট! জীবনে যাদের রাখা দরকার, এক তারা বাদে বাকিদের নিয়ে কখনও মাথা ঘামিয়ো না। উটকো লোক সবসময়ই উটকো যন্ত্রণার সৃষ্টি করে। অপ্রয়োজনীয় লোকের সঙ্গে থাকার চাইতে একা একা প্রার্থনা করাও ভালো। সময় যদি কাটাতেই হয়, যার-তার সঙ্গে কাটানোর চাইতে বরং প্রার্থনায় বসে নিজের আত্মার সঙ্গে কাটানোই ভালো।