যখন ছাড়তে হয়

 যখনই জীবনে নতুন কিছুকে কিংবা নতুন কাউকে
 আসতে দেবার সময় হবে,
 তুমি তা অনুভব করতে পারবে।
 তখন তোমার একটাই কাজ: অনুভবটাকে সম্মান দেখানো।
  
 তুমি নিজেই অনুভব করবে,
 এখনই যেতে দেবার সময়।
 এখনই ছেড়ে দেবার সময়।
 এখনই ছেড়ে যাবার সময়।
 এখনই নিজেকে ভেঙে আবার তৈরি করার সময়।
  
 তুমি এইসব বুঝতে পারবে,
 কেননা তুমি দেখবে,
 তোমার চারপাশের সব কিছু ক্রমেই সরে যাচ্ছে।
  
 পুরনোকে আঁকড়ে ধরে রাখলে
 নতুন আসবে কী করে?
 পুরনো যদি বাঁচতে না দেয়,
 তবুও যদি থাকো পুরনোতেই,
 নতুন এসে তোমাকে বাঁচাবে কী করে?
  
 এই পুরো প্রক্রিয়াতে আস্থা রেখো।
 আস্থা রাখতে মন চাইবে না, তবু রেখো।
 কিছুই করার নেই, ব্যাপারটাই এমন!
  
 সবসময়ই বিশ্বাস রেখো,
 নতুন কিছুকে হাতে না রেখে
 জীবন কখনও পুরনো কিছুকে সরায় না।