১. ওরা বলে, ভালোবাসা নাকি চোখ থেকে শুরুই হয়! আমি তো দেখলাম, ভালোবাসার দামটাও দিতে হয় চোখেই! ২. যত ভাববে, তত ভুগবে। ৩. দরোজাটা বন্ধ করে দাও, অতিথিরা এক্ষুনি এসে পড়বে! ৪. পেয়ে গেছ বলেই দাম দাও না! পেতে চাইতে যদি, তবে দাম ঠিকই দিতে! ৫. যে তোমায় যতটা জায়গায় রাখে, রেখো না তাকে তার চাইতেও বেশি জায়গায়। রাখো যদি, তবে হয় সে হারিয়ে যাবে, নয় তোমার জন্য তার জায়গাটা কমে যাবে। ৬. কিছু টাকার বিনিময়ে পাপ কিনলে। আর এখন কিনা সেই তুমি পাপ খুঁজেই পাও না? ৭. আরে পাগল, প্রেমে পড়লে কে অমন হিসেব করে কাঁদে!? ৮. কারও এঁটো, কারও প্রসাদ। ৯. নিরাপত্তা ও বোঝাপড়া, দুই-ই যেখানে, সেখানেও সাহসের অভাব মূলত ইচ্ছেরই অভাব। ১০. বিছানায় যাবার আগে বারান্দায় গিয়ে চাঁদ দেখে নিই। ঘুমও ভালো হয়, তোমাকেও আর জ্বালাই না। ১১. তোমায় কাদম্বরী হিসেবে চেয়েছিলাম; পরে দেখলাম, তোমার মনটা মৃণালিনীরই! ১২. তোমাকে ভোলার সাধনায় কেটে গেছে কত রাত! নিরাশা-আঁধারে তবু বারে বারে ভেসে আসে একফালি চাঁদ! ১৩. আমি কেবলই একটা পাহাড়ি ফুল চেয়েছিলাম, আর তুমি কিনা আমাকে পাহাড়ে নিয়ে ফুলটাই দিতে ভুলে গেলে! ফুল চেয়ে ভুল পেলাম! ১৪. জীবনকবিতার পাতায় পাতায় অত ছন্দ ঝড়ো হাওয়ায় সবই উড়ে চলে যায়। ১৫. অদূরে আকাশ হেরি, ধরিবার আশা করি, চাইলেই ধরা কি যায়! সে যে রয়ই না সেখানে! ১৬. তোমার মৃত্যুর পর আজ অবধি একটাও খারাপ কাজ করিনি। ভালো থেকো, স্বর্গে দেখা হবে! ১৭. আমার শায়েরির দিকেই তাকিয়ে রইলে, সে যেখান থেকে এল, সেই আমার প্রেমকেই দেখলে না! ১৮. আমাকে আর অভিশাপ দিয়ো না। আমি তো অভিশপ্ত হয়েই আছি, নইলে কি আর তোমার সঙ্গে দেখা হয়! ১৯. আমি সত্যিই বাজে! নিজেকে শেষ করে দেবার পরও একটু অনুশোচনা পর্যন্ত হচ্ছে না! ২০. তোমার সঙ্গে থাকাটা ছুটির দিনের সকালটার মতন। ঘুম ভেঙে জানিই না, কী করব; কিন্তু কেমন জানি ভালো লাগে!