নিছকই একটা দড়ি... সব সমস্যার সমাধান দিতে পারে পরবর্তী পলকটি ফেলার আগেই! কিন্তু...আমার এই বিশ্বস্ত ঘাড়টার... কী হবে তখন?! হাতে একটা পিস্তল থাকত যদি, তবে নিজেকে সুখী করতে গিয়ে একমুহূর্তের জন্যও আঙুল কাঁপত না! কিন্তু...দেয়ালের গায়ে রক্তের ছোপ ছোপ যে দাগগুলি... সেগুলি কে মুছবে?! ঠিক গল্প-সিনেমার মতন করে... বিষের পেয়ালায় কাঙ্ক্ষিত চুমুকটা দিতে আমিও পারি। কিন্তু...আমার এই নড়বড়ে পাকস্থলি পারবে কি অতটা ভার নিতে?! ধরে নিচ্ছি, কোনও উঁচু পাহাড়ের উপর থেকে চোখ বুজে, একটিও চিন্তাকে দ্বিতীয় বার মাথায় প্রশ্রয় না দিয়েই... লাফিয়ে পড়লাম; মুক্তি পেতে! কিন্তু...আমার আশৈশব যে উচ্চতাভীতি, তা কি আমায় দেবে অতটা সহজে মুক্ত হতে?! কী একটা জীবন! বাঁচতেও জ্বালা, মরতেও জ্বালা!