মাতাল হতে

 
আহা, যদি এমন দিনও আসত হঠাৎ, যেদিন তুমি আমার রাজা,
দুনিয়ার যত ফন্দিফিকির, সব কিছু ভুলে বাঁধতে আমায় প্রেমের ডোরে,
আমার যত নীরবতা, ঠাঁই নিতো তোমার মনে পরম মায়ায়।
আমিও নাহয় ভুলে যেতাম সম্পর্ক আর দায় যত আছে,
আর নিজেকে বিলিয়ে দিতাম বিধিনিষেধের দুয়ার ভেঙে,
তোমারই হাতে খুঁজে নিতাম নিয়তি আর পৃথিবী আমার।


আজকে এই রাতের ঘোরে ভাঙুক শেকল, মনের কথা শুনুক দেহ,
মুহূর্তের খেলায় মাতুক ভুল মেরে যত সংস্কার আর সীমানাপ্রাচীর!
শালে চাদরে হোক মিতালি, নিষিদ্ধ সব গাছের ছায়ায় হোক দীপালি,
এসো তবে আজ ভাগ্য ভুলে দুর্ভাগ্যে মাতি, চুরিকরা সুখে জীবন কিনি!
Content Protection by DMCA.com