তুই যে আমার আকাশনীলে
লেপটেথাকা চাঁদ,
নিবিড়রাতে চোখের রেখায়
আদরমাখা ফাঁদ।
তুই যে আমার বকুলতলায়
গন্ধেবোনা পাটি,
একলাদিনে শিহরণে
সুখের রেখা কাটি।
তুই যে আমার ক্লান্তদুপুর,
শ্রান্তদেহের ভাঁজ,
ঘুঘুডাকা বিকেলবেলা,
আবিররাঙা সাঁঝ।
তুই যে আমার কাশবনেতে
দারুণ ছোটাছুটি,
বৃষ্টিদিনে কাদায় পড়ে
ভীষণ লুটোপুটি।
তুই যে আমার পবনদোলায়
দুলেথাকা কেশ,
নীলশাড়িতে কাঁচের চুড়ি,
টিপ পরেছি বেশ।
তুই যে আমার অথই-তিমির,
জোনাকিদের মেলা,
নিথরদেহে জেগেছে আজ
প্রণয়সুখের খেলা।
তুই যে আমার ঠোঁটের উপর
সাতটি রঙের ভেলা,
বৃষ্টিশেষে দূর্বাদলে
ফুলকলিদের মেলা।
তুই যে আমার যুঁইশাখাতে
মধুসখার দল,
নদীর বুকে টলোমলো
রোদমাখানো জল।
তুই যে আমার পদ্মাপারে
নীরব বসেথাকা,
চোখের পাতায় গোলাপরঙে
গভীরদৃষ্টি আঁকা।
তোকে নিয়ে সাজব আমি,
রাঙাব রোজ সকাল,
মিষ্টি দোয়েল গান শোনাবে,
মাতবে সাঁঝ-বিকাল।
তুই যে আমার স্বপ্নচোরা,
আমার ভালোবাসা,
গহীনতীরে বালুচরে
সুখের বাসরঠাসা।