প্রেমে ও প্রার্থনায় ব্যর্থ

তুমি আমাকে এখন আর হাসতে দেখো না,
আমার দু-ঠোঁট কীসের এক শীতল স্পর্শে আড়ষ্ট হয়ে গেছে!




কী এক আশার পথ ধরে চলতে চলতে প্রতিটি মুহূর্তেই আমি প্রতারিত হচ্ছি,
তবু মনে হচ্ছে, শেষ গানটি এখনও গাওয়া বাকি।
জানি, এই গানটিও হয়তো হারিয়ে যাবে সবার তাচ্ছিল্যে কিংবা বিরক্তিতে।
জেনে বুঝেই আজ আমি সমস্ত নির্লজ্জতার কাছে নিজেকে সঁপে দিয়েছি।




চুপ করে থাকতে থাকতে আজ আমি অনুভব করছি,
শব্দহীনতা ভালোবাসাকে দিয়ে এমন সব পঙ্‌ক্তি লেখায়,
যেগুলির উৎস মূলত ব্যক্তিগত দুঃখ।




বোধ হয়, প্রেমে ও প্রার্থনায় ব্যর্থ মানুষ
শেষ পর্যন্ত কোনও দুঃখ‌ই আর লুকিয়ে রাখতে পারে না।
Content Protection by DMCA.com