নিঃস্ব হবার আগে

আমরা ধরে নিয়েছিলাম,
আমরা খুব গরিব;
এতটাই গরিব যে, কিছুই নেই আমাদের।




হঠাৎ একদিন
আমাদের সব‌ই হারিয়ে যেতে শুরু করল।
একটার পর আরেকটা। প্রতিদিন‌ই।




হারাতে হারাতে আজ আমরা পথে বসেছি।
আজ সত্যি সত্যিই, আমাদের কিছুই নেই।
আজ আমরা সেইসব চমৎকার দিনগুলির ঐশ্বর্যের দিকে তাকিয়ে আফসোস করি,
যে দিনগুলিতে আমরা ভাবতাম,
আমরা বড্ড গরিব। আমাদের কিছুই নেই।




নিঃস্ব হবার আগ অবধি আমরা বুঝিনি কখনও,
সুখী হতে যা যা লাগে, তার সব‌ই আমাদের আছে।




আমরা ভেবেছিলাম, সুখের জন্য আমাদের আরও আলোর প্রয়োজন।
আমরা ভুলে গিয়েছিলাম, দুঃখের পথচলায় ওইটুকু আলোই যথেষ্ট!